অ ঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’ ছবিটি একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
চলতি বছরে মুক্তি পায় অঞ্জন ও নীল দত্ত প্রযোজিত এবং পরিচালিত ছবি ‘চালচিত্র এখন’। মুক্তির পর ছবিটি দর্শকমহলে প্রশংসিত হয় এবং এখনও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবির উড়ান অব্যাহত। ওটিটির পাশাপাশি ছবিটি কলকাতা শহরের হাতেগোনা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কেরিয়ারে একাধিক বড় বাজেটের ছবি পরিচালনা করা সত্ত্বেও আগামী দিনে ‘চালচিত্র’ মডেলেই ছবি পরিচালনা করতে আগ্রহী অঞ্জন। পরিচালকের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একাধিক কারণ।
অঞ্জন আগেও জানিয়েছেন, ‘চালচিত্র এখন’ মূলত তিনি সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অনুরাগীদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। ফলত তার জন্য তাঁর কাছে একমাত্র পথ ছিল ওটিটি। অঞ্জন বললেন, ‘‘জাতীয় পর্যায়ে ছবিমুক্তির মতো বাজেট আমার নেই। সেখানে আমার পুরনো ছবিও লক্ষ্য করেছি ওটিটিতে খুব ভাল ফল করেছে।’’ অঞ্জন বিশ্বাস করেন, তাঁর দর্শক এবং শ্রোতাদের একটা বড় অংশ এখন প্রবাসী বাঙালি। তাই তাঁদের প্রতি শিল্পী হিসাবে তাঁর আলাদা দায়বদ্ধতা রয়েছে। উদাহরণস্বরূপ বললেন, ‘‘আমি আগে জেলায়, জেলায় ‘কনসার্ট’ করতাম। এখন করি দেশের অন্যান্য রাজ্যে। ফলে বিষয়টি আমার কাছে আরও স্পষ্ট হয়ে গিয়েছে।’’
এই ছবির ক্ষেত্রে শুরু থেকেই দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবকেও ভীষণ গুরুত্ব দিয়েছিলেন অঞ্জন। অঞ্জনের কথায়, ‘‘প্রথম সারির চলচ্চিত্র উৎসবে আমার ছবি কখনও দেখানো হয়নি। কিন্তু তার পরের সারির চলচ্চিত্র উৎসবে আমার ছবি গিয়েছে।’’ অবশ্য, এই ছবির ক্ষেত্রে অঞ্জনের পাখির চোখ ছিল তৃতীয় সারির চলচ্চিত্র উৎসব। কারণ বড় চলচ্চিত্র উৎসবের ‘রাজনীতি’ তাঁর ছবির ক্ষতি করতে পারেই বলে মনে হয়েছিল অঞ্জনের। তাঁর যুক্তি, ‘‘ছোট চলচ্চিত্র উৎসব কিন্তু খুবই সিরিয়াস। সেখানে আমার ‘এক্সপেরিমেন্ট’টা চোখে পড়বে, জানতাম।’’
সেই মতো ফলও পেয়েছেন অঞ্জন। মুক্তির আগে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জেতে ‘চালচিত্র এখন’। তার পর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জেতেন অঞ্জন। তাঁর কথায়, ‘‘অনেকগুলো দরজা খুলে যায়। পর পর ছবিটা একাধিক উৎসবে যায় এবং পুরস্কারও জেতে।’’ মাদ্রিদে ইম্যাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার জেতে ছবিটি। সেরা অভিনেতার পুরস্কার জেতেন অঞ্জন এবং শাওন চক্রবর্তী। এ ছাড়াও সেরা চিত্রনাট্য এবং সেরা প্রোডাকশনের (অঞ্জন এবং নীল দত্ত) পুরস্কারও আসে। এখানেই শেষ নয়। প্যারিসে ‘গঁজ সার সিন’ চলচ্চিত্র উৎসবে চলতি মাসেই চারটি পুরস্কার জিতেছে ‘চালচিত্র এখন’। অঞ্জনের ঝুলিতে সেরা পরিচালক এবং অভিনেতার পুরস্কার তো রয়েইছে। পাশাপাশি, সেরা সম্পাদনা এবং সেরা সাউন্ডের জন্য পুরস্কৃত হন যথাক্রমে অর্ঘ্যকমল মিত্র এবং তীর্থঙ্কর মজুমদার।
অঞ্জন জানালেন, ছবিটি আগামী দিনে আরও কয়েকটি বিদেশি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। দেশের মধ্যে একাধিক চলচ্চিত্র উৎসব থেকে ডাক পেয়েছিলেন অঞ্জন। কিন্তু, তিনি রাজি হননি। তাঁর যুক্তি, ‘‘বড় চলচ্চিত্র উৎসবে ছবি দেখিয়ে পুরস্কার না পাওয়ার তুলনায়, ছোট বা অন্য ধরনের চলচ্চিত্র উৎসবে পুরস্কার জেতাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’’ ইতিমধ্যেই অঞ্জন ঘোষণা করেছেন, শেক্সপিয়রের ‘কিং লিয়র’ তাঁর শেষ নাটক হতে চলেছে। তবে ছবি পরিচালনা থেকে তিনি অবসর নিতে নারাজ। কিন্তু, সে ক্ষেত্রেও রয়েছে বিশেষ শর্ত। অঞ্জন বললেন, ‘‘আমি যা প্রতিক্রিয়া পেয়েছি, তার পর অন্য কোনও প্রযোজকের ভরসায় বসে থাকব না। আমি এ বার থেকে নিজের টাকাতে এই মডেলেই ছবি তৈরি করব এবং তার পর চলচ্চিত্র উৎসবের উপর গুরুত্ব দেব।’’ খুব শীঘ্রই ইটালির ত্রিয়েস্ত চলচ্চিত্র উৎসব এবং ফ্রান্সের তুলুস চলচ্চিত্র উৎসবে পাড়ি দেবে ‘চালচিত্র এখন’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy