Advertisement
০২ ডিসেম্বর ২০২৪
New Bengali Serial

‘মুম্বইয়ে শূন্য থেকে শুরু না করে কলকাতায় কাজ করা বেশি লাভজনক’, ধারাবাহিকে ফিরে বললেন ঊষসী

ছোট পর্দায় নদিয়া থেকে নিউ ইর্য়কের সফরে অভিনেত্রী ঊষসী রায়। নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ এবং তাঁর প্রত্যাবর্তন নিয়ে মনের কথা জানালেন অভিনেত্রী।

image of actress Ushasi Ray

অভিনেত্রী ঊষসী রায়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৬:১৭
Share: Save:

ছোট পর্দা থেকেই টলিপাড়ায় তাঁর যাত্রা শুরু। দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে ধারাবাহিকেই ফিরলেন অভিনেত্রী ঊষসী রায়। স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঊষসী। শুটিংয়ের ফাঁকে তাঁকে ফোনে পেল আনন্দবাজার অনলাইন।

নদিয়ার এক তরুণী নিউ ইয়র্কে কী ভাবে তাঁর পায়ের নীচের জমি খুঁজে পায়, তা নিয়েই ধারাবাহিকের গল্প বুনেছেন নির্মাতারা। ঊষসী জানালেন, প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই তিনি খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছেন। ধারাবাহিকে ফিরতে তিনি এতটা সময় নিলেন কেন? ঊষসী বললেন, “আমি ভালবেসেই অভিনয় করি। কোনও দিন কোনও পরিকল্পনা করে এগোই না। যখন যেটা মনে হয়েছে, সেটাই করেছি। কোনও দিন তো ভাবিনি তিন-চার বছরে ১০টা ওয়েব সিরিজ়ে অভিনয় করে ফেলব!”

এক সময় টানা পাঁচ বছর ছোট পর্দায় অভিনয় করেছিলেন ঊষসী। জানালেন, তার পর একটা একঘেয়েমি চলে আসে। তখন অভিনয়ের অন্য মাধ্যমগুলো আবিষ্কার করতেই বিরতি নিয়েছিলেন তিনি। ঊষসী বললেন, “অভিনেতা হিসাবে নিয়মিত অভিনয় করব, সেটাই কাম্য। কিন্তু গত কয়েক মাসে মনে হচ্ছিল আমার কাজের পরিসর কমে আসছে।” গত কয়েক বছরে একাধিক ওয়েব সিরিজ়ে অভিনয় করলেও ঊষসীর কাছে নিয়মিত ধারাবাহিকের প্রস্তাব এসেছে। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় তিনি রাজি হননি। এ বার ধারাবাহিকের নতুনত্ব তাঁকে আকর্ষণ করেছে। একই সঙ্গে বললেন, “এখন তো একঘেয়েমিটা কেটে গিয়েছে। পাশাপাশি প্রতি দিন অভিনয়ের অভ্যাসের মধ্যেও থাকতে পারব, এটা লোভনীয়।”

গত কয়েক মাসে বাংলা ইন্ডাস্ট্রি একাধিক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছে। তা কি কোনও ভাবে ঊষসীর কেরিয়ারে ‘অবসর’-এর নেপথ্যে কাজ করেছে? অভিনেত্রীর উত্তর, “আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে, সেটা অন্য কারও ক্ষেত্রে না-ও ঘটতে পারে। আমি যে যে কাজ করেছি, তার তুলনায় বেশি কাজ কিন্তু ফিরিয়েছি বা কাজটাই বাস্তবায়িত হয়নি।”

image of actress Ushasi Ray

‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে শুভলক্ষ্মী চরিত্রে ঊষসী রায়। ছবি: সংগৃহীত।

অনেক অভিনেতাই দর্শকের কাছে প্রাসঙ্গিক থাকতে ধারাবাহিকে অভিনয় করেন। প্রচারের আলো হারানোর কোনও ভয় অবশ্য নেই ঊষসীর। তাঁর কাছে একজন অভিনেতার দৃশ্যমানতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে তিনি বিশ্বাস করেন, বর্তমান সময়ে অভিনেতা চাইলেই দর্শকের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন। ঊষসীর যুক্তি, “রাস্তা দিয়ে এক জন অভিনেতা এবং নেটপ্রভাবী হেঁটে যাচ্ছেন। দেখেছি, নেটপ্রভাবীর সঙ্গেই বেশি মানুষ সেল্‌ফি তুলছেন! দৃশ্যমানতার সংজ্ঞা এখন বদলে গিয়েছে।”

রুপোলি দুনিয়া অনিশ্চয়তায় পরিপূর্ণ। সেখানে ছোট পর্দা ঊষসীর কাছে ‘সরকারি চাকরি’র মতো। কারণ সেখানে অর্থনৈতিক সুরক্ষা জুড়ে থাকে। তাঁর কথায়, “আমি প্রথম দিন থেকেই এটা বিশ্বাস করি। অর্থনৈতিক বা মানসিক নিরাপত্তাহীনতা কখনও অনুভব করলে আমি ভবিষ্যতে আবার হয়তো ছোট পর্দায় ফিরে আসব।” অভিনেত্রী জানালেন, একাধিক কারণেই সেই ভাবে গত কয়েক বছরে তাঁকে বাংলা ছবিতে দেখা যায়নি। কিন্তু তা বলে তাঁর কোনও আক্ষেপ নেই। ঊষসীর কথায়, “জীবনে যা কিছু পাইনি তার পরিবর্তে যা পেয়েছি, সেগুলো উদ্‌যাপন করতে বেশি পছন্দ করি।”

তাঁর অভিনীত চরিত্র শুভলক্ষ্মীকে নিয়ে এখনই খুব বেশি কথা বলতে রাজি নন ঊষসী। তাঁর কথায়, “সবে শুরু হচ্ছে ধারাবাহিক। খুবই সাধারণ একজন মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। প্রচুর চমক রয়েছে।” মাঝে শোনা গিয়েছিল মুম্বইয়ে কাজের চেষ্টা করছেন ঊষসী। এমনকি হিন্দি ধারাবাহিকের প্রস্তাবও এসেছিল তাঁর কাছে। বললেন, “হিন্দি কাজের অডিশন দিতেই থাকি। হিন্দি ধারাবাহিকের জন্যও নির্বাচিত হই। কিন্তু শেষ পর্যন্ত পারিশ্রমিকের কারণে রাজি হইনি।” বাংলা ছোট পর্দার বেশ কয়েকজন অভিনেত্রী এখন মুম্বইয়ে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। সেখানে হিন্দি ধারাবাহিকের কাজ ফিরিয়ে দিয়ে তিনি কি ‘ভুল’ করলেন? ঊষসী হেসে বললেন, “মুম্বইয়ে গেলে আমাকে তো এখন শূন্য থেকে শুরু করতে হবে। সেটা আমার কাছে খুব লাভজনক মনে হয়নি। আমি কলকাতায় দিব্যি ভাল আছি। বাড়িতে থেকে পাশেই শুটিং করা অনেক ভাল।”

এই মুহূর্তে ‘গৃহপ্রবেশ’-এই মনোনিবেশ করতে চাইছেন ঊষসী। চাইছেন পরিশ্রম করতে। নতুন করে ছোট পর্দার দর্শকের থেকে ভালবাসা আদায় করে নিতে।

অন্য বিষয়গুলি:

Ushasi Ray Bengali Actress Grihoprobesh Star Jalsha Bengali Serial comeback
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy