প্রেমিক, স্বামী কিচ্ছু চান না! তিনি কৃষ্ণপ্রিয়া— বৃন্দাবন থেকে জন্মদিনের বিকেলে আনন্দবাজার অনলাইনকে এই বার্তাই দিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। গত কয়েক বছর ধরেই তাঁর জন্মদিন পালিত হচ্ছে বৃন্দাবনে। বিশেষ দিন আসার আগেই তিনি সপরিবার পৌঁছে যান সেখানে। “মন্দিরে আরাধ্য ঈশ্বরের পুজো দিয়ে, গোমাতার সেবা করে জন্মদিন উদ্যাপন করি। খাবারের তালিকায় রকমারি নিরামিষ পদ। অথচ, বাড়িতে মাছ বা মাংস না হলে চলেই না! বৃন্দাবন জাদু জানে”, হাসতে হাসতে বললেন তিনি।
না কেক, না পায়েস! সৌমিতৃষার জন্মদিন কাটে শ্রীকৃষ্ণের আরাধনায়। শিবরাত্রির দিন বৃন্দাবনেই মহাদেবের আরাধনা করবেন। আনন্দবাজার অনলাইন যখন তাঁকে ফোন করেছে, তখন তিনি বাঁকেবিহারী মন্দিরে যাবেন বলে তৈরি হচ্ছেন। সাজগোজের ফাঁকেই জানালেন, বৃন্দাবনে এলে সাজতে ভুলে যান তিনি। যেন ‘যেমত যোগিনী পারা’! চুলে চিরুনি বুলিয়ে নেন আলগোছে। অল্প কাজল, লিপস্টিক আর মায়ের দেওয়া নতুন সালোয়ার-কামিজ়। শিব না কৃষ্ণ— কাকে চাই তাঁর? সপ্রতিভ জবাব এল, “আমার কাছে উভয়েই এক। ভিন্ন রূপে ধরা দেন। পুরাণও তাই বলে। শ্রীকৃষ্ণ আর মহাদেবের মধ্যে তাই ফারাক দেখি না।”
আরও পড়ুন:
বিশেষ দিনে নতুন কোনও কাজের খবর? অল্প হেসে বললেন, “২৮ ফেব্রুয়ারি হইচই প্ল্যাটফর্মের আগামী সিরিজ় ‘কালরাত্রি ২’-এর পোস্টার মুক্তি পাবে। অগস্ট থেকে শুটিং শুরু।” টলিপাড়া বলছে, একটি নায়িকাকেন্দ্রিক ছবিতেও নাকি অভিনয় করবেন সৌমিতৃষা। যদিও নায়িকা এই প্রসঙ্গে এখনই কোনও কথা বলতে নারাজ।