Advertisement
২২ জানুয়ারি ২০২৫
new Hindi film

হিন্দি ছবিতে বাঙালি বীরের ভূমিকায় রোহন, বিপরীতে নীরজ কবি ও দিব্যা দত্ত, শহরে চলছে শুটিং

এই প্রথম হিন্দি ছবিতে অভিনয় করছেন টলিপড়ার রোহন ভট্টাচার্য। ছবিতে তাঁর অভিভাবকের চরিত্রে রয়েছেন বলিউডের নীরজ কবি এবং দিব্যা দত্ত।

Bengali actor Rohaan Bhattacharjee debuts in Bollywood the film also stars Neeraj Kabi and Divya Dutta

(বাঁ দিক থেকে) নীরজ কবি, রোহন ভট্টাচার্য এবং দিব্যা দত্ত। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:১৭
Share: Save:

বাংলায় ছোট পর্দার পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজ়ে তিনি অভিনয় করেছেন। এ বার হিন্দি ছবিতে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য, তা-ও মুখ্য চরিত্রে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের নীরজ কবি এবং দিব্যা দত্ত। এই মুহূর্তে শহরে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবিটির শুটিং চলছে।

ছবি নিয়ে নির্মাতারা আপাতত মুখে কুলুপ এঁটেছেন। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ইতিমধ্যেই ছবিটির আউটডোর সেরেছে ইউনিট। সম্প্রতি, কলকাতায় শুটিং শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। কেন্দ্রে রয়েছে বাঙালি সেনা আধিকারিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন। ২০০২ সালে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন তিনি। তাঁর বীরত্বের কাহিনির পাশাপাশি তাঁর বাবা-মায়ের জীবনের উপরেও ছবিটি আলোকপাত করবে। প্রয়াত আধিকারিকের চরিত্রেই অভিনয় করছেন রোহন। তাঁর বাবা এবং মায়ের চরিত্রে রয়েছেন যথাক্রমে নীরজ এবং দিব্যা।

প্রথম বার হিন্দি ছবির মুখ্য চরিত্রে অভিনয় যে পুরোদমে উপভোগ করছেন, ইউনিট সূত্রে সে রকমই খবর পাওয়া যাচ্ছে। সূত্রের দাবি, বলিউডের অভিনেতাদের মধ্যে বাঙালি হিসেবে সুযোগ পাওয়ার নেপথ্যে শহিদ অনির্বাণের সঙ্গে রোহনের চেহারার সাদৃশ্য অন্যতম কারণ। তবে এই ছবির জন্য নিজেকে অন্য ভাবে তৈরি করেছেন রোহন। নিয়মিত জিম করা থেকে শুরু করে সেনা আধিকারিকদের সঙ্গে দেখা করা, তাঁদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া— কোনও খামতি রাখতে চাইছেন না তিনি। উল্লেখ্য, চরিত্রের প্রয়োজনে অনির্বাণের পরিবারের সঙ্গে নাকি কথাও বলেছেন রোহন।

ফ্লোরে নীরজ এবং দিব্যার মতো অভিনেতাদের সঙ্গে শট দিচ্ছেন রোহন। ইউনিট সূত্রে খবর, ফ্লোরে তাঁরা রোহনের সঙ্গে দিব্যি মিশে গিয়েছেন। বলিউডের অভিনেতা হয়েও বাংলার একজন নতুন অভিনেতাকে নীরজ এবং দিব্যা যে ভাবে আপন করে নিয়েছেন, তা অনেকেরই ভাল লাগছে। কলকাতা নিয়ে নীরজ এবং দিব্যা নাকি খুবই উত্তেজিত। রোহনের থেকেও দু’জনে শহরের নানা তথ্য জেনে নিচ্ছেন।

ইন্দিরা পরিচালিত একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবি এর আগে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। তাঁর সাম্প্রতিক পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘পুতুল’। তবে এই প্রথম পূর্ণদৈর্ঘ্যের হিন্দি ছবি পরিচালনা করছেন তিনি। এক অর্থে ছবিটি তাঁর কেরিয়ারের প্রথম বায়োপিকও বটে।

অন্য বিষয়গুলি:

Hindi Film Rohaan Bhattacharjee Neeraj Kabi Divya Dutta Tollywood News Bollywood News Indira Dhar Mukherjee Bengali Actor Film Shooting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy