বছরের শুরুতেই দর্শক একেনবাবুকে পুরীতে রহস্যের সমাধান করতে দেখেছেন। ওয়েব সিরিজ়ের পর এ বার ছবির পালা। একেনবাবু পাড়ি দিয়েছে বারাণসীতে। সেখানে চলছে ‘দি একেন: বেনারসে বিভীষিকা’র শুটিং। কেমন পরিবেশ? খোঁজ নিল আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
রবিবার থেকে বারাণসীতে শুটিং শুরু হয়েছে। সোমবার শুটিংয়ের ফাঁকে পাওয়া গেল একেনের চরিত্রাভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। বারণসী অনির্বাণের প্রিয় গন্তব্য। অতীতে একাধিক বার সেখানে গেলেও শুটিং করতে এই প্রথম কাশীধামে পা রেখেছেন অভিনেতা। বললেন, ‘‘পুরনো টিমের সঙ্গে আবার দেখা, তা-ও আবার বারাণসীতে। সব মিলিয়ে আমি খুবই উত্তেজিত। আগামী কয়েক দিন খুব ভাল সময় কাটবে।’’
সাধারণত আউটডোরে অনির্বাণকে একেনের বেশে দেখলেই অনুরাগীরা ছবি তোলার অনুরোধ করেন। বারাণসীতে বাঙালি পর্যটকের ভিড় থাকেই। এ বারেও কি অনুরোধ মেটাতে হচ্ছে? অনির্বাণ হেসে বললেন, ‘‘সবে একটা দিন আমার শুটিং করেছি। ইনডোর শট ছিল। তাই এখনও সে রকম কোনও ঘটনা ঘটেনি।’’

বারাণসীতে শুটিংয়ের ফাঁকে (বাঁ দিক থেকে) সুহোত্র, গৌরব, ঋষভ, সোমক, জয়দীপ, শাশ্বত এবং অনির্বাণ। ছবি: সংগৃহীত।
বারণসী যে কোনও ছবির সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বলেই বিশ্বাস করেন অনির্বাণ। তবে এ বারে ইচ্ছে থাকলেও আলাদা করে বারণসী ঘুরে দেখার সময় পাবেন না বলেই জানালেন অনির্বাণ। তাঁর কথায়, ‘‘আমি সাধারণত শীতকালে বারাণসীতে আসার চেষ্টা করি। এখন তো বেশ গরম পড়ে গিয়েছে। দিনের বেলায় শুটিং করতে একটু কষ্ট হচ্ছে। তবে খুব মজা করেই আমরা কাজটা করছি।’’
রবিবার ইউনিট একটি হাভেলির মধ্যে শুটিং করেছে। সোমবারে বারাণসীর ঘাট এবং বিখ্যাত গলিতে কিছু দৃশ্যের শুটিং হয়েছে। পুরীর পর বারাণসী। অনির্বাণ নিজে জটায়ুর চরিত্রেও অভিনয় করেন। পর পর ফেলুদার গন্তব্যে একেন যাচ্ছে দেখে তিনিও আপ্লুত। এই প্রসঙ্গে ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বললেন, ‘‘রাজস্থানে একেনের অভিযানে যেমন 'মহারাজা'কে সেলাম জানিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল, এ বারেও সেটা যেন পদে পদে থাকে, সে দিকে খেয়াল রাখব।’’ বারণসী নিয়ে জয়দীপের স্মৃতিমেদুরতাও রয়েছে। বললেন, ‘‘‘জয়বাবা ফেলুনাথ’ দেখা পর এই জায়গাটা নিয়ে আমার আগ্রহ বেড়েছিল। মনে হত, কবে নিজের ছবিতে বারাণসীকে ব্যবহার করতে পারব। এ বার সেই সুযোগ পাওয়াটা আমার কাছে স্বপ্নপূরণের মতো।’’
আগের মতোই ছবিতে একেনের দুই সহকারীর চরিত্রে অভিনয় করছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায় প্রমুখ। আগামী দিন সাতেক বারাণসীতেই শুটিং চলবে ছবির। তার পর কলকাতায় শুরু হবে শুটিং।