মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ফাইল চিত্র।
প্রয়াত কিংবদন্তী পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। আজ, বৃহস্পতিবার মুম্বইয়ে মৃত্যু হয় তাঁর। পারিবারিক সুত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ দুপুর ২টো নাগাদ মুম্বইয়ের সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাসু চট্টোপাধ্যায়ের পরিবার ও পরিজনদের উদ্দেশে নিজের সমবেদনা ব্যক্ত করেছেন।
১৯৩০ সালে রাজস্থানের অজমের শহরে জন্ম হয় তাঁর। তাঁর মৃত্যুতে শিল্প মহলেও নেমে এসেছে শোকের ছায়া। পরিচালক মধুর ভণ্ডারকর এ দিন টুইটারে লেখেন, "প্রবাদপ্রতিম পরিচালকের মৃত্যুতে গভীত ভাবে শোকাহত। তাঁর সুক্ষ্ম রসবোধ এবং সহজ করে ছবির গল্প বলার ক্ষমতা সারা জীবন মনে থেকে যাবে।" পরিচালক অশ্বিনী চৌধুরী লেখেন, "রেস্ট ইন পিস বাসুদা। পরিবারের প্রতি সমবেদনা।" এই খবর শোনার পর পরিচালক সুজিত সরকার বলেছেন, ‘‘বাসু চট্টোপাধ্যায়ের সঙ্গেই আমি প্রথম সহ পরিচালক হিসেবে কাজ করেছিলাম। একটি টিভি সিরিয়ালের শুট ছিল, দিল্লির সিআর পার্কে। ওঁর আত্মার শান্তি কামনা করি।’’
তাঁর পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হল 'সারা আকাশ', 'পিয়া কে ঘর', 'খাট্টা মিঠা', 'চক্রব্যুহ', 'বাতো বাতো মে', 'জিনা ইহা','আপনে পেয়ারে'। দূরদর্শনে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ 'ব্যোমকেশ বক্সী' এবং 'রজনি' -ও তাঁরই পরিচালনা।
বলিউডের বাণিজ্যিক ছবির জমানায় বাস্তবকে সিনেপর্দায় তুলে ধরেছিলেন বাসু চট্টোপাধ্যায়। সত্তরের দশকে ভিন্ন ধারার ছবির এক নিদর্শন রেখেছিলেন তিনি। অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, দেব আনন্দ, মিঠুন চক্রবর্তী পাশের স্টার বা হিরো নয় মানবিক নায়ক হয়ে উঠেছিলেন তাঁর ভাবনায়।
Saddened at the demise of legendary film director and screenwriter Basu Chatterjee. He gave us gems like 'Chhoti Si Baat', 'Chitchor', 'Rajanigandha', 'Byomkesh Bakshi', 'Rajni' among others. Condolences to his family, friends, fans & the entire film fraternity
— Mamata Banerjee (@MamataOfficial) June 4, 2020
Sad to hear the demise of Veteran Filmmaker Shri.Basu Chatterjee. Will be always remembered for his Light Hearted comedies & Simplistic Films. #OmShanti 💐🙏 pic.twitter.com/YllOjtP4U5
— Madhur Bhandarkar (@imbhandarkar) June 4, 2020
আরও পড়ুন: 'নাম কোথায়? পারিশ্রমিকও পাইনি', তুঙ্গে শ্রীলেখা-সৌকর্য কাজিয়া
আরও পড়ুন: ‘দাদা আমি বাঁচতে চাই’, লকডাউনে নীতার আর্তি আমায় তাড়িয়ে বেড়াচ্ছে: পাওলি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy