বাপ্পিদার চলে যাওয়াটা বড্ড আগে হয়ে গেল, বললেন প্রসেনজিৎ ফাইল চিত্র ।
সকাল হতে না হতেই খবর। বাপ্পি লাহিড়ি নেই! আচমকা শোকে বিপর্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে 'বাপ্পিদা'র সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগতাড়িত অভিনেতা। জনপ্রিয় সুরকার-সঙ্গীতশিল্পীর আকস্মিক প্রয়াণ নিয়ে তিনি বলেন, ‘‘সকালবেলা এই খবর পেয়ে আমি স্তম্ভিত। বাপ্পিদা চলে যাবেন, আমি সত্যি ভাবতে পারিনি। প্রসেনজিৎ-বাপ্পি লাহিড়ি জুটি অদ্ভুত ভাবে কাজ করেছিল। 'অমর সঙ্গী' থেকে শুরু করে আমার অনেক ছবিতে বাপ্পিদা গান গেয়েছেন। তার বাইরেও আমার হিন্দিতে যে ক'টা ছবি, তার সবক'টিতেই বাপ্পিদার সুর ছিল। বাংলাতেও আমাদের জুটির প্রতিটি গান হিট।’’
সুরকারের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক কেমন? প্রসেনজিৎ বলেন, ‘‘বাপ্পিদা আমার আত্মীয় ছিলেন। আগে যখনই বম্বে যেতাম, তখনই তিনি আমার যত্ন নিতেন। বাপ্পিদা যা সৃষ্টি করে গিয়েছেন, না রীতিমতো ভাণ্ডার। তিনি যা সৃষ্টি করে গিয়েছেন, সঙ্গীত এবং সিনেমা জগতের ইতিহাসে সেই অবদান অসামান্য। বাংলা-হিন্দি ছবির জগতের পাশাপাশি দেশের বাইরেও তাঁর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা যে, ভাবা যায় না। হিন্দি ছবিতে মানুষটা আর্ন্তজাতিক মানের কাজ করে গিয়েছেন। বাপ্পিদার চলে যাওয়াটা বড্ড আগে হয়ে গেল। আমি এখনও বিশ্বাস করতে চাইছি না। বাপ্পিদা যেখানেই থাকবেন, ভাল থাকবেন। আমরা তাঁকে মনে রাখব।’’
বাপ্পিদাকে ফিরে দেখতে গিয়ে পুরোটাই আবেগে ভেসেছেন প্রসেনজিৎ। তাঁর শেষ কথা, ‘‘চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই বাপ্পিদা। যেখানে থাকবে, ভাল থাকবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy