Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Pori Moni

চোখ ফুলে প্রায় বুজে গিয়েছে! দুর্ঘটনার কবলে পরীমণির ছেলে, হাসপাতালে ভর্তি একরত্তি

পরীমণি নিজেই ছেলের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে জানান, দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু কী এমন দুর্ঘটনা ঘটল যে হাসপাতালে ভর্তি করা হল পুণ্যকে?

ছেলে পুণ্যের সঙ্গে পরীমণি।

ছেলে পুণ্যের সঙ্গে পরীমণি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৯:১৭
Share: Save:

ছেলের বয়স প্রায় দু’বছর। দিন কয়েক আগেই ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। সে সব ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন পরীমণি। তার পর নায়িকা নিজের জন্মদিনও উদ্যাপন করেন দুই ছেলেমেয়েকে নিয়ে। হঠাৎই দুর্ঘটনার কবলে একরত্তি। পরীমণি নিজেই ছেলের একটি ছবি পোস্ট করে জানান, দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু কী দুর্ঘটনা তা খোলসা করেননি অভিনেত্রী। এই মুহূর্তে ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি পরীমণির ছেলে পুণ্য।

সূত্রের খবর, অভিনেত্রীর ছেলে পড়ে গিয়ে এমন আঘাত পেয়েছে যে চোখ ফুলে প্রায় বন্ধ অবস্থায় রয়েছে সারা ক্ষণ। তবে আপাতত আগের তুলনায় সুস্থ। পরীমণির জীবনে একের পর এক ঝড়। গত বছরের শুরু থেকে দাম্পত্যজীবনে অশান্তি লেগে রয়েছে। তার পর সদ্য দাদুকে হারিয়েছেন তিনি। নিজের জন্মদিনেও প্রতি মুহূ্র্তে মনে পড়েছে দাদুর কথা। তবে জীবনে অনেক সম্পর্কই হারিয়েছেন তিনি। কিন্তু ছেলে পুণ্য, মেয়ে প্রিয়ম ও দুই পোষ্যকে নিয়েই তাঁর সংসার। কিন্তু ছেলে পুণ্য নাকি ছোট থেকে বড্ড খেয়াল রাখে মায়ের। কখনও সে মায়ের পা টিপে দিচ্ছে, কখনও আবার মাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। জীবন কাটানোর জন্য ছেলের ভালবাসাই যে যথেষ্ট, তা নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE