আবারও বন্ধের খবর। মাত্র সাড়ে ১০ মাসের মাথায়ই বন্ধ হচ্ছে আরও এক বাংলা ধারাবাহিক। ‘জি বাংলা’র ‘উড়ন তুবড়ি’। স্টুডিয়োপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই৷ এই তো কয়েক দিন আগেই আরও এক মেগা বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। তিন মাস যেতে না যেতে বন্ধ হয়ে যাচ্ছে ‘মাধবীলতা’ও। এ বার সেই তালিকায় যুক্ত হল ‘জি বাংলা’র এই ধারাবাহিকও।
আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় তুবড়ি অর্থাৎ সোহিনী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁর কথায়, ‘‘হ্যাঁ, শুনেছি শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু কবে শেষ দিনের শুটিং কবে, তা তো বলতে পারব না।’’
আরও পড়ুন:
একের পর ধারাবাহিক নিমেষে শেষ হয়ে যাচ্ছে৷ আসছে নতুন জুটি, নতুন গল্প। নেপথ্যে কি শুধুই টিআরপি-র ওঠা পড়া? নাকি রয়েছে আরও কোনও সমস্যা? অনেক সময়ই দর্শকের কোনও কোনও গল্প মনে ধরে না। সেটা টিআরপি-তে ধরা পড়ে। তবে কখনও কখনও বাধা হয়ে দাঁড়ায় নানা প্রযোজনা সংস্থা বা চ্যানেলের অন্য সমস্যাও। এ ক্ষেত্রে অবশ্য কোন কারণ, তা এখনও জানা যায়নি।