ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রীর সংবর্ধনা পেয়ে গিয়েছে সে। বলিউডের র্যাপার বাদশাও তার গুণমুগ্ধ। ‘বশপন কা প্যায়ার’ খ্যাত সেই ছোট্ট সহদেব এ বার সোজা ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে। বৃহস্পতিবার আদিত্য নারায়ণ একটি ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে গলা খুলে গান গাইতে দেখা যাচ্ছে সহদেবকে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োর মতো অনুষ্ঠানের মঞ্চেও একই রকম প্রাণোচ্ছ্বল সে।
সহদেবের গানের তালে মঞ্চে এসে নেচে উঠেছেন অনু মালিক, আদিত্য, সোনু কক্কররাও। প্রতিযোগীরাও মঞ্চে এসে সঙ্গ দিয়েছেন তাঁদের। আদিত্যের পোস্টের মন্তব্য বাক্সে সহদেবের প্রশংসা করেছেন নেটাগরিকরা।
আরও পড়ুন:
পঞ্চম শ্রেণির ছাত্র সহদেব ছত্তীশগড়ের সুকমা জেলার বাসিন্দা । মাত্র ২৫ সেকেন্ডের ভিডিয়ো রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে তাকে। সেই ভিডিয়োয় স্কুল ইউনিফর্ম পরে গলা ছেড়ে গান গাইতে দেখা গিয়েছিল সহদেবকে। এখন সহদেবের তৈরি এই ভিডিয়ো দিয়ে রিল তৈরি করছেন তারকারা। এমনকি অনুষ্কা শর্মাও দিন কয়েক আগে মেতেছিলেন তার গান নিয়ে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল সে কথা।