কবে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু - দেব’? মুখ খুললেন পরিচালক। ছবি: সংগৃহীত।
অতিমারি ও লকডাউনের পরে এক প্রকার খরা চলছিল বলিউডের বক্স অফিসে। ২০২২-এর শেষের দিকে কিছু কাটে সেই খরা। মুক্তি পায় অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’। বেশ কয়েক বছর ধরেই ছবি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অতিমারির কারণে বার বার শুটিং পিছিয়েছিল ছবির। তার পরে পোস্ট-প্রোডাকশনেও বেশ কিছুটা সময় লাগায় আরও পিছোয় ছবির মুক্তি। অবশেষে গত বছর সেপ্টেম্বরে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির প্রথম ছবি। বক্স অফিসে বেশ ভাল ব্যবসাও করেছিল ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’। প্রায় ৪৩০ কোটি টাকার ব্যবসা করেছিল অয়ন মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের ছবি। ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম ভাগের সাফল্যের পর থেকে দ্বিতীয় ছবি নিয়ে উৎসাহিত দর্শক ও অনুরাগীরা। এ বার ট্রিলজির দ্বিতীয় ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু– দেব’ নিয়ে মুখ খুললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
আগামী বছর কয়েকের মধ্যে মুক্তি পাওয়ার কথা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু– দেব’ ছবির। পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ২০২৫ সাল নাগাদ মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি। এখন খবর, প্রথম ছবির মতোই দ্বিতীয় ছবির মুক্তিতেও আরও দেরি হতে পারে। তবে অয়নের আশ্বাস, ‘‘দ্বিতীয় ছবির জন্য আমরা ১০ বছর সময় লাগাব না। ১০ বছর পরে দ্বিতীয় ভাগ মুক্তি পেলে আর কেউ সেই ছবি দেখবেনই না।’’ মজার ছলে বলেন পরিচালক। দ্বিতীয় ছবিতে কলাকুশলীর তালিকায় থাকছেন কারা? রণবীর কপূর ও আলিয়া ভট্ট তো থাকছেনই। ‘দেব’-এর ভূমিকায় অভিনয় করবেন কে? ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু – দেব’ ঘোষণার পর থেকেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। কখনও নাম উঠে এসেছে রণবীর সিংহের, কখনও যশ, আবার কখনও হৃতিক রোশনের। ‘দেব’-এর ভূমিকায় দেখা যাবে কোন তারকাকে? এই প্রশ্নের উত্তর এখনও খোলসা করেননি অয়ন। তাঁর দাবি, সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। কিছু দিন, না কয়েক বছর? কৌতূহলী অনুরাগীরা।
অয়ন জানান, প্রায় সাত বছর ধরে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। একটু বেশি সময় লাগলেও একেবারে নিখুঁত ভাবে নিজের স্বপ্নের ছবি বানাতে চান তিনি। তাই দর্শকের চাহিদার কথা মাথায় রাখলেও, ছবি নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ ‘ওয়েক আপ সিড’-এর পরিচালক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy