Advertisement
E-Paper

উগ্র দেশপ্রেম আখেরে ছবির ক্ষতি করে! দর্শকের মনোভাব প্রসঙ্গে কী বললেন ইমরান হাশমি?

ইমরানকে আগামী দিনে দেখা যাবে ‘গ্রাউন্ড জ়িরো’ ছবিতে। ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানি প্রযোজিত এই ছবিও আসলে দেশপ্রেম ঘরানারই ছবি।

Image of Emraan Hashmi

ছবির কাজে হাত দেওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিতে পছন্দ করেন ইমরান হাশমি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৪:৩০
Share
Save

চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম প্রিয় বিষয় দেশপ্রেম। মনোজ কুমার থেকে শুরু করে অক্ষয় কুমার কিংবা শাহরুখ খান— পর্দায় দেশপ্রেমের আবেগে জনপ্রিয় হয়েছেন অনেকেই। কিন্তু ইদানীং স্বদেশপ্রীতির ছবি অনেকাংশেই উগ্র দেশপ্রেমের প্রচার চালাচ্ছে, এমন অভিযোগ উঠছে অহরহ। সে বিষয়ে সম্প্রতি মুখ খুললেন অভিনেতা ইমরান হাশমি।

এক সাক্ষাৎকারে ইমরান দাবি করেন, কোনও ছবিতে উগ্র দেশপ্রেম দেখানো হলে তা আরোপিত বলে মনে হয়। তিনি বলেন, “দর্শকও বুঝতে পারেন দৃশ্যগুলি বাস্তবসম্মত হচ্ছে না।”

উল্লেখ্য, ইমরানকে আগামী দিনে দেখা যাবে ‘গ্রাউন্ড জ়িরো’ ছবিতে। ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানি প্রযোজিত এই ছবিও আসলে দেশপ্রেম ঘরানারই ছবি। এক বিএসএফ আধিকারিকের জীবন অবলম্বনে নির্মিত। এ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়েই ইমরান দাবি করেন, “এ ধরনের ছবিতে কাজ করার আগে আমি বুঝে নেওয়ার চেষ্টা করি, উগ্র জাতীয়তাবাদ ছবিটিকে গ্রাস করবে না তো!” অভিনেতার দাবি, ‘গ্রাউন্ড জ়িরো’ একেবারেই বাস্তব কাহিনি নির্ভর একটি ছবি হতে চলেছে সীমান্ত রক্ষী বাহিনির আধিকারিক নরেন্দ্রনাথ ধর দুবের জীবন অবলম্বনে। তাঁর কথায়, “২০০১ সালে যা ঘটেছিল, সেই সত্যই আমরা তুলে ধরতে চেয়েছি নাটকীয় বিনোদনের মো়ড়কে। নাটক এমনই যে সামান্য অতিরঞ্জন ঘটলেই ভারসাম্য নষ্ট হয়ে যায়।”

২০০১ সালে ভারতীয় সংসদ ভবন ও অক্ষরধাম মন্দিরে জঙ্গিহানার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার ছায়া প়ড়বে ছবিতে। চরিত্র জীবন্ত করে তুলতে ইমরান দেখা করেছেন নরেন্দ্রনাথের সঙ্গে। ইমরান বলেন, “যখন সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে ছবি তৈরি করা হয়, তখন সতর্ক তো থাকতেই হয়। সমস্ত কিছু যেন অনুপুঙ্খ হয়, সে দিকে নজর রাখা দরকার। কারণ ওই আধিকারিকের পরিবারের সদস্যরাও ছবিটি দেখবেন। ফলে এই সংবেদনশীল বিষয়টিতে যথেষ্ট জ্ঞান রাখা প্রয়োজন।”

Bollywood Farhan Akhtar

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।