Advertisement
১২ জুলাই ২০২৫
Intimacy coordinator

Astha Khanna: অভিনেতা-অভিনেত্রী কতটা কাছে আসবেন তা ঠিক করেন, ইনি ভারতের প্রথম ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক

ইন্ডাস্ট্রিতে ঘটা যৌন হেনস্থা থেকে অভিনেত্রীদের মুক্তি দিতে এই প্রথম ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের কথা ভাবল দেশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ০৯:২৪
Share: Save:
০১ ২০
পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যকে ফুটিয়ে তুলতে হলে ক্যামেরার সামনে অভিনেত্রী-অভিনেতাদের প্রচুর পরিশ্রম করতে হয়। তা না হলে সে দৃশ্যের মধ্যে প্রাণ থাকে না।

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যকে ফুটিয়ে তুলতে হলে ক্যামেরার সামনে অভিনেত্রী-অভিনেতাদের প্রচুর পরিশ্রম করতে হয়। তা না হলে সে দৃশ্যের মধ্যে প্রাণ থাকে না।

০২ ২০
কিন্তু এ সমস্ত ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিংয়ে অনেক সময়ই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় অভিনেতাদের। কখনও বা যৌন হেনস্থার শিকার হন।

কিন্তু এ সমস্ত ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিংয়ে অনেক সময়ই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় অভিনেতাদের। কখনও বা যৌন হেনস্থার শিকার হন।

০৩ ২০
যৌন হেনস্থার শিকার থেকেই মিটু আন্দোলনের সূত্রপাত। ২০০৬ সালে আমেরিকার সমাজকর্মী তারানা বুর্কে প্রথম মিটু আন্দোলন শুরু করেছিলেন। তার পর বিভিন্ন সময়ে এই মিটু-কে হাতিয়ার করে সোচ্চার হয়েছেন মহিলারা।

যৌন হেনস্থার শিকার থেকেই মিটু আন্দোলনের সূত্রপাত। ২০০৬ সালে আমেরিকার সমাজকর্মী তারানা বুর্কে প্রথম মিটু আন্দোলন শুরু করেছিলেন। তার পর বিভিন্ন সময়ে এই মিটু-কে হাতিয়ার করে সোচ্চার হয়েছেন মহিলারা।

০৪ ২০
বিশ্বের প্রতিটি প্রান্তে প্রতি মুহূর্তে কোনও না কোনও মহিলা যৌন হেনস্থার শিকার হচ্ছেন। ইদানীংকালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বিষয়টি যেন আরও ব্যাপক আকার ধারণ করেছে।

বিশ্বের প্রতিটি প্রান্তে প্রতি মুহূর্তে কোনও না কোনও মহিলা যৌন হেনস্থার শিকার হচ্ছেন। ইদানীংকালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বিষয়টি যেন আরও ব্যাপক আকার ধারণ করেছে।

০৫ ২০
ইন্ডাস্ট্রিতে ঘটা যৌন হেনস্থা থেকে অভিনেত্রীদের মুক্তি দিতে এই প্রথম ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের কথা ভাবল দেশ। প্রথম কেউ বিশেষ প্রশিক্ষণ নিয়ে এমন কোনও পদে ছবিতে কাজ করতে চাইলেন।

ইন্ডাস্ট্রিতে ঘটা যৌন হেনস্থা থেকে অভিনেত্রীদের মুক্তি দিতে এই প্রথম ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের কথা ভাবল দেশ। প্রথম কেউ বিশেষ প্রশিক্ষণ নিয়ে এমন কোনও পদে ছবিতে কাজ করতে চাইলেন।

০৬ ২০
ভারতের প্রথম এবং একমাত্র ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক আস্থা খন্না। এক জন সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করা আস্থা কেন এই কাজ শুরু করলেন?

ভারতের প্রথম এবং একমাত্র ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক আস্থা খন্না। এক জন সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করা আস্থা কেন এই কাজ শুরু করলেন?

০৭ ২০
মুম্বইয়ে জন্ম আস্থার। ২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় ভারতের মিটু আন্দোলনের ব্যাপক প্রভাব তিনি দেখেছিলেন। কিন্তু এত বড় আকারের একটা আন্দোলনও যে সময়ের সঙ্গে মানুষের গা সওয়া হয়ে যেতে পারে সেটাই তাঁকে ভাবিয়ে তুলেছিল।

মুম্বইয়ে জন্ম আস্থার। ২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় ভারতের মিটু আন্দোলনের ব্যাপক প্রভাব তিনি দেখেছিলেন। কিন্তু এত বড় আকারের একটা আন্দোলনও যে সময়ের সঙ্গে মানুষের গা সওয়া হয়ে যেতে পারে সেটাই তাঁকে ভাবিয়ে তুলেছিল।

০৮ ২০
হয়েছেও তাই। এত বড় আন্দোলনে অনেক নামজাদা মানুষের নাম উঠে এসেছে। নেটমাধ্যমে তাঁদের ধিক্কার জানানো হয়েছে। কিন্তু শেষমেশ এই সমস্যার সমাধানের উপায় নিয়ে কেউ ভাবেননি। তাই সময়ের সঙ্গে সবই ধামাচাপা পড়ে গিয়েছে।

হয়েছেও তাই। এত বড় আন্দোলনে অনেক নামজাদা মানুষের নাম উঠে এসেছে। নেটমাধ্যমে তাঁদের ধিক্কার জানানো হয়েছে। কিন্তু শেষমেশ এই সমস্যার সমাধানের উপায় নিয়ে কেউ ভাবেননি। তাই সময়ের সঙ্গে সবই ধামাচাপা পড়ে গিয়েছে।

০৯ ২০
এই বিষয়টি আস্থা অনুভব করেছিলেন এরও দু’বছর পর। ২০২০-তে শকুন বাত্রার একটি ছবিতে তিনি সহকারী পরিচালক হিসাবে কাজ করছিলেন। একটি ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করার জন্য পরিচালকের প্রয়োজন ছিল। কিন্তু সারা ভারতে তন্ন তন্ন করে খুঁজেও এমন কাউকে পাননি তিনি।

এই বিষয়টি আস্থা অনুভব করেছিলেন এরও দু’বছর পর। ২০২০-তে শকুন বাত্রার একটি ছবিতে তিনি সহকারী পরিচালক হিসাবে কাজ করছিলেন। একটি ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করার জন্য পরিচালকের প্রয়োজন ছিল। কিন্তু সারা ভারতে তন্ন তন্ন করে খুঁজেও এমন কাউকে পাননি তিনি।

১০ ২০
এক জন ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের কাজ কী? ঘনিষ্ঠ দৃশ্য সম্বন্ধে আগে থেকে সমস্ত অভিনেতাদের জানিয়ে রাখা। অভিনেত্রী এবং অভিনেতা দু’জনেরই ওই দৃশ্যের জন্য সম্মতি রয়েছে কি না তা দেখা, ‘কাট’ বলার সঙ্গে সঙ্গেই অভিনেতাকে বাস্তব জীবনে ফিরে আসার পরামর্শ দেওয়া এবং সর্বোপরি অভিনেত্রী যেন কোনও রকম হেনস্থার শিকার না হন সে দিকে বিশেষ নজর দেওয়া।

এক জন ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের কাজ কী? ঘনিষ্ঠ দৃশ্য সম্বন্ধে আগে থেকে সমস্ত অভিনেতাদের জানিয়ে রাখা। অভিনেত্রী এবং অভিনেতা দু’জনেরই ওই দৃশ্যের জন্য সম্মতি রয়েছে কি না তা দেখা, ‘কাট’ বলার সঙ্গে সঙ্গেই অভিনেতাকে বাস্তব জীবনে ফিরে আসার পরামর্শ দেওয়া এবং সর্বোপরি অভিনেত্রী যেন কোনও রকম হেনস্থার শিকার না হন সে দিকে বিশেষ নজর দেওয়া।

১১ ২০
ইন্টিমেসি প্রফেশনালস অ্যাসোসিয়েশন থেকে ২০ সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে নিজেই এক জন ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক হয়ে ওঠেন।

ইন্টিমেসি প্রফেশনালস অ্যাসোসিয়েশন থেকে ২০ সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে নিজেই এক জন ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক হয়ে ওঠেন।

১২ ২০
২০১৯-এর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ২০১৮-র ‘অন্ধাধুন’ এবং ২০১৫-র ‘বদলাপুর’-এর মতো ছবিরে সহকারী পরিচালক হিসাবে কাজ করা আস্থা এ বার নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের একাধিক ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক হিসাবে কাজ করবেন।

২০১৯-এর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ২০১৮-র ‘অন্ধাধুন’ এবং ২০১৫-র ‘বদলাপুর’-এর মতো ছবিরে সহকারী পরিচালক হিসাবে কাজ করা আস্থা এ বার নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের একাধিক ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক হিসাবে কাজ করবেন।

১৩ ২০
তবে আমেরিকার উদাহরণ টেনে ভারতের মানসিকতায় এখনও অনেক বদল চাই বলে মনে করেন আস্থা। তা না হলে ২০১৮-র মিটু আন্দোলনের পরও ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক পেতে দু’বছর অপেক্ষা করতে হত না ভারতকে, মত তাঁর।

তবে আমেরিকার উদাহরণ টেনে ভারতের মানসিকতায় এখনও অনেক বদল চাই বলে মনে করেন আস্থা। তা না হলে ২০১৮-র মিটু আন্দোলনের পরও ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক পেতে দু’বছর অপেক্ষা করতে হত না ভারতকে, মত তাঁর।

১৪ ২০
২০১৭ সালে মিটু আন্দোলন এবং ওয়েইনস্টেইন কেলেঙ্কারিতে আমেরিকায় যে ঝড় উঠেছিল তার ব্যাপক প্রভাব পড়েছিল সেখানকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

২০১৭ সালে মিটু আন্দোলন এবং ওয়েইনস্টেইন কেলেঙ্কারিতে আমেরিকায় যে ঝড় উঠেছিল তার ব্যাপক প্রভাব পড়েছিল সেখানকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

১৫ ২০
২০১৭ সালের সেই মিটু আন্দোলনের পরেই এমিলি মিয়াদে-সহ একাধিক আমেরিকার কলাকুশলীরা শ্যুটিং সেটে নিজেদের সুরক্ষার দাবি তোলেন। পরবর্তীকালে ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুটিং করার সময় যাতে কোনও ভাবেই কোনও অভিনেত্রীকে হেনস্থার শিকার না হতে হয় তা দেখার জন্য সে দেশের ইন্ডাস্ট্রিতে ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের পদ তৈরি হয়ে যায়।

২০১৭ সালের সেই মিটু আন্দোলনের পরেই এমিলি মিয়াদে-সহ একাধিক আমেরিকার কলাকুশলীরা শ্যুটিং সেটে নিজেদের সুরক্ষার দাবি তোলেন। পরবর্তীকালে ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুটিং করার সময় যাতে কোনও ভাবেই কোনও অভিনেত্রীকে হেনস্থার শিকার না হতে হয় তা দেখার জন্য সে দেশের ইন্ডাস্ট্রিতে ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের পদ তৈরি হয়ে যায়।

১৬ ২০
এই পদের সূত্রপাত লন্ডনে। ২০১৭ সালে লন্ডন ট্যালেন্ট এজেন্সি কেয়ারে ডড অ্যাসোসিয়েট প্রথম শ্যুটিং সেটে ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের দাবি জানিয়ে আন্দোলন শুরু করে।

এই পদের সূত্রপাত লন্ডনে। ২০১৭ সালে লন্ডন ট্যালেন্ট এজেন্সি কেয়ারে ডড অ্যাসোসিয়েট প্রথম শ্যুটিং সেটে ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের দাবি জানিয়ে আন্দোলন শুরু করে।

১৭ ২০
এটা ও’ব্রায়েন নামে এক জন ব্রিটিশ পরিচালক (পরবর্তীকালে তিনি  ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক হয়েছেন) সেই আন্দোলনের নেতৃত্ব দেন। তাঁর তৈরি করা নির্দেশিকা মেনে পরবর্তীকালে ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের মাপকাঠি তৈরি হয়েছে।

এটা ও’ব্রায়েন নামে এক জন ব্রিটিশ পরিচালক (পরবর্তীকালে তিনি ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক হয়েছেন) সেই আন্দোলনের নেতৃত্ব দেন। তাঁর তৈরি করা নির্দেশিকা মেনে পরবর্তীকালে ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের মাপকাঠি তৈরি হয়েছে।

১৮ ২০
২০১৮ সালের অক্টোবর মাসে এইচবিও তাদের চ্যানেলের সমস্ত ঘনিষ্ঠ দৃশ্যের জন্য একজন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তের নিয়োগ বাধ্যতামূলক করে দেয়।

২০১৮ সালের অক্টোবর মাসে এইচবিও তাদের চ্যানেলের সমস্ত ঘনিষ্ঠ দৃশ্যের জন্য একজন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তের নিয়োগ বাধ্যতামূলক করে দেয়।

১৯ ২০
২০১৮ সাল থেকে লন্ডনের থিয়েটারগুলোও ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক নিয়োগ করতে শুরু করে।

২০১৮ সাল থেকে লন্ডনের থিয়েটারগুলোও ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক নিয়োগ করতে শুরু করে।

২০ ২০
২০১৯ সালের জানুয়ারিতে নেটফ্লিক্সে ‘সেক্স এডুকেশন’ নামে একটি সিরিজের জন্যও ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে এটা ও’ব্রায়েনই ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছিলেন।

২০১৯ সালের জানুয়ারিতে নেটফ্লিক্সে ‘সেক্স এডুকেশন’ নামে একটি সিরিজের জন্যও ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে এটা ও’ব্রায়েনই ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy