শাহরুখ।
মুখে সাদা মাস্ক। দু’হাত দু’পাশে ছড়ানো। শাহরুখ খানের এই ছবিতে আপাতত অসম ছয়লাপ।
কেন? ‘বাজিগর’ থেকে সাম্প্রতিক শেষ ছবি ‘জিরো’, সব ছবিতেই তাঁর যে বিশেষ ‘পোজ’দেখে আপ্লুত দর্শকেরা, সেটিই অতিমারিতে দূরত্ব মাপার একক হয়ে উঠেছে অসম প্রশাসনের কাছে।
তাই, হু হু করে বাড়তে থাকা করোনা সংক্রমণ ঠেকাতে কতখানি দূরত্ব বজায় রাখবেন, মানুষের এই প্রশ্নের উত্তর দিতে অসম পুলিশ সাহায্য নিচ্ছে কিং খানের হাত ছড়ানো পোজের ছবির।
Social Distancing can save lives.
— Assam Police (@assampolice) July 18, 2020
Or as @iamsrk would say, "Kabhi kabhi paas aaane ke liye kuch door jaana padta hai, aur door jakar paas aane walon ko Baazigar kehte hai."
Stay Six feet apart and be a Baazigar! #SocialDistancing #IndiaFightsCorona pic.twitter.com/m7PLnZRgJW
যাঁরা বুঝতে পারছেন না, ছ’ফুট দূরত্ব ঠিক কতখানি তাঁদের ত্রাতা খান সাহেবের হিন্দি ছবি। ‘বাজিগর’ থেকে ‘জিরো’— সবখানেই তিনি এই অবতারে। সেই পোজের ছবি টুইট করে অসম প্রশাসন লিখেছে, ‘সামাজিক দূরত্ব মূল্যবান জীবন বাঁচাতে পারে। তাই কিং খানের মতে, কখনও কখনও কাছে আসতে গেলে দূরে যেতে হয়। আর যে দূরে গিয়ে কাছে ফিরে আসে সেই-ই বাজিগর। ছয় ফুট দূরত্বে থাকুন আর বাজিগর হয়ে ফিরুন সবার জীবনে।’’
শাহরুখের পোজ নতুন করে বিখ্যাত হওয়ায় ফের শিরোনামে বাদশা খান। এর দিন কয়েক আগেই অবশ্য অভিনেতা চর্চায় ফিরেছেন স্ত্রী গৌরী খানের দৌলতে। করোনার আগে, গত দেড় বছর ধরেই শাহরুখ কার্যত ঘরবন্দি। সেই দিকে নির্দেশ করে গৌরী অতি সম্প্রতি বলেন, ‘‘দেড় বছর ধরে এক ছাদের নীচে দু’জনে।’’
সঙ্গে সঙ্গে সেই কথা বুদ্ধিদীপ্ত উত্তরে ফিরিয়ে দেন খান, ‘সত্যিই, একসঙ্গে দু’জনকে সামলানো বড্ড চাপের!’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy