Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Aruna Irani

Aruna Irani-Sanjay Dutt: সঞ্জয়ের মা হয়েছিলাম, তার পরে ওকেই প্রেমের প্রলোভন দিয়েছি! স্মৃতিচারণ অরুণা ইরানির

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত-স্মৃতি হাতড়ালেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। একই অভিনেত্রীকে দর্শক কী ভাবে পুরোপুরি বিপরীতধর্মী চরিত্রেও দিব্যি পছন্দ করেন, তা আগের মতোই এখনও অবাক করে তাঁকে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই সঞ্জয় দত্তের উদাহরণ টানলেন অরুণা।

সঞ্জয়ের মা থেকে প্রেমিকা অরুণা!

সঞ্জয়ের মা থেকে প্রেমিকা অরুণা!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৭
Share: Save:

মা থেকে প্রেমিকা, নায়িকা থেকে লাস্যময়ী— হরেক চরিত্রেই তাঁকে দেখেছে বলিউড। ছয় দশকে লম্বা কেরিয়ারে তাঁকে অবশ্য নায়ক-নায়িকার মা হিসেবেই বেশি চেনেন দর্শক। একদা পর্দার ‘ভ্যাম্প’ অরুণা ইরানি কী ভাবে দেখেন সেই তকমাকে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত-স্মৃতি হাতড়ালেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। একই অভিনেত্রীকে দর্শক কী ভাবে পুরোপুরি বিপরীতধর্মী চরিত্রেও দিব্যি পছন্দ করেন, তা আগের মতোই এখনও অবাক করে তাঁকে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই সঞ্জয় দত্তের উদাহরণ টানেন অরুণা।

সঞ্জয়ের প্রথম ছবি ‘রকি’তে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণা। সঞ্জুর সঙ্গে দ্বিতীয় ছবি ‘জনি আই লভ ইউ’-এ সেই তিনিই লাস্যময়ী! অভিনেত্রীর কথায়, “বলিউডে সিংহভাগ অভিনেতার সঙ্গেই কাজ করেছি আমি। সঞ্জয় তাঁদেরই এক জন। ওর প্রথম ছবিতে আমি ছিলাম ওর মা। আর পরের ছবিতে ওকেই প্রেমের প্রলোভন দিলাম! কী করে যে দর্শক একই মানুষকে এমন বিপরীত চরিত্রে মেনে নেন, আজও বুঝে উঠতে পারলাম না!”

১৯৬১ সালের ছবি ‘গঙ্গা যমুনা’য় শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন অরুণা। কাজ করেছেন ৫০০-রও বেশি ছবিতে। কেরিয়ারের একেবারে শুরুর দিকেই নানা স্বাদের চরিত্রে কাজ করেছিলেন অভিনেত্রী। নায়িকা হয়ে শুরু করে মা বা দজ্জাল শাশুড়ির চরিত্রেই বেশি জনপ্রিয় হন অরুণা।

অন্য বিষয়গুলি:

Aruna Irani Sanjay Dutt Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy