Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Celeb Gossip

পরিণীতির আগেই বিয়ের পিঁড়িতে সোনাক্ষী? জুনিয়র শটগানকে ‘বৌদি’ ডেকেই ফেললেন সলমনের বোন!

প্রেম করছেন তিনি। বলিপাড়ার অন্দরে এই কানাঘুষো বেশ অনেক দিন ধরেই। ইদের দিন এক ফ্রেমেই ধরা দিলেন বলিউডের চর্চিত যুগল।

Arpita Khan Sharma almost confirms Sonakshi Sinha’s relationship, calls her sister-in-law in a now deleted post.

গত বছর থেকেই বলিউডের অন্দরে জ়াহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের গুঞ্জন। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১২:৩০
Share: Save:

বলিউডে ফের বিয়ের ফিসফাস। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি সাত পাক ঘুরতে চলেছেন সোনাক্ষী সিন্‌হা। বলিপাড়ার অন্দরে অন্তত তাইই খবর। অভিনেত্রীকে তো ‘বৌদি’ বলে ডেকেই ফেলেছেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মা। ইদের পার্টিতেও চর্চিত প্রেমিকের সঙ্গেই দেখা গিয়েছে শত্রুঘ্ন সিন্‌হার কন্যাকে। সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল তাঁদের ছবি। তবে, ইনস্টাগ্রামে নিজের পাতায় তাঁদের ছবি পোস্ট করেও মুছে দিয়েছেন অর্পিতা। এতেই আরও বেড়েছে জল্পনা। তবে কি গাঁটছড়া বাঁধার আগে প্রকাশ্যে প্রেমের ইস্তেহার দিতে রাজি নন জুনিয়র শটগান?

Arpita Khan Sharma almost confirms Sonakshi Sinha’s relationship, calls her sister-in-law in a now deleted post.

হুমা কুরেশির বাড়িতে ইদের পার্টির ছবিতে জ়াহিরের বাহুলগ্না সোনাক্ষী। ছবি: ইনস্টাগ্রাম।

পাত্রের নাম জ়াহির ইকবাল। পেশায় অভিনেতা, যদিও বলিপাড়ায় তাঁর পরিচিতি সলমন খানের ঘনিষ্ঠ হিসাবেই। গত বছর থেকেই সোনাক্ষীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন বলিউডে। একাধিক বার এক সঙ্গেও দেখা গিয়েছে সোনাক্ষী ও জ়াহিরকে। সম্প্রতি অর্পিতা খান শর্মা আয়োজিত ইদের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষী ও জ়াহিরকে। এই প্রথম ক্যামেরার সামনে এক ফ্রেমে ধরা দেন তাঁরা। অন্দরের খবর, পার্টিতে নাকি সোনাক্ষীর পাশ থেকে নড়েননি জ়াহির। পার্টির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষীকে ‘বৌদি’ বলে উল্লেখও করেন অর্পিতা। তবে, খুব শীঘ্রই সেই ছবি সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়েও দেন সলমন খানের বোন। অন্য দিকে ইদ উপলক্ষে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির বাড়িতেও পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেও উপস্থিত ছিলেন অর্পিতা খান শর্মা, আয়ুষ শর্মা, সোনাক্ষী সিন্‌হা, জ়াহির ইকবাল, তাহের সাব্বিরের মতো অভিনেতারা। ওই পার্টির ছবিতে জ়াহিরের বাহুলগ্না সোনাক্ষী। অভিনেত্রীর গলায় জড়ানো জ়াহিরের হাত। সাবেকি পোশাক পরে তাঁর গায়েই হেলান দিয়ে দাঁড়িয়ে ‘লুটেরা’ খ্যাত অভিনেত্রী। ইদের ওই পার্টিতে চর্চিত যুগলের ছবি দেখে অনুরাগীদের ধারণা, খুব শীঘ্রই নাকি চার হাত এক হতে চলেছে দু’জনের।

চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন সোনাক্ষী সিন্‌হা। জ়োয়া আখতারের ‘দাহাড়’ সিরিজ়ের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় অভিষেক হতে চলেছে অভিনেত্রীর। মুক্তির আগেই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়েছে এই ক্রাইম থ্রিলার সিরিজ়।

অন্য বিষয়গুলি:

Sonakshi Sinha Zaheer Iqbal Bollywood Couple Bollywood Wedding Celeb Gossip
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy