Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Rajkumar Kohli Death

দরজা ভেঙে উদ্ধার করা হল ‘জানি দুশমন’ খ্যাত পরিচালক রাজকুমার কোহলির দেহ

প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি। মুম্বইয়ে নিজের বাসভবনে স্নানঘরের দরজা ভেঙে উদ্ধার করা হল তাঁর দেহ।

Armaan Kohli’s father director Raj kumar kohli dies at 93 due to cardiac arrest.

পরিচালক রাজকুমার কোহলি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ১৫:৫১
Share: Save:

‘নাগিন’, ‘জানি দুশমন’, ‘বদলে কি আগ’, ‘নওকার বিবি কা’, ‘পতি পত্নি অউর তাওয়াইফ’ ছবির পরিচালক রাজকুমার কোহলি প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। মুম্বইতে নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পরিচালকের। রাজকুমার কোহলির পুত্র আরমান কোহলি বলিপাড়ার চেনা মুখ। ‘বিগ বস্’-এর ঘরের প্রাক্তন প্রতিযোগী ছিলেন আরমান।

শুক্রবার সকালে স্নান করতে বাথরুমে ঢোকেন পরিচালক। বেশ অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি স্নানঘর থেকে বেরোননি। সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পুত্র আরমান বাথরুমের দরজা ভেঙে ঢুকতেই দেখেন, রাজকুমার কোহলির নিথর দেহ পড়ে রয়েছে মেঝেতে। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, স্নানের সময় বাথরুমেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। শুক্রবার সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হবে পরিচালকের।

১৯৬৩ সালে মুম্বইয়ের ফিল্মি দুনিয়ায় অভিষেক। ‘ডুল্লা ভাট্টি’ তাঁর প্রথম ছবি। প্রেম চোপড়াকে নিয়ে ‘সাপনি’ ছবিতে নির্মাতা রূপে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই নজর কাড়েন। বিভিন্ন ঘরানার ছবি করেছেন তিনি। ১৯৬৭ সালে তাঁর পরিচালিত ‘নাগিন’ ছবিটি সেই সময় বেশ জনপ্রিয়তা পায়। তার পর ছেলে আরমান কোহলিকে নিয়ে আসেন অভিনয়ে। যদিও আরমান একেবারেই সাফল্য পাননি। উল্টে বার বার বিতর্কে জড়িয়ে প্রচারের আলোয় এসেছেন। বর্ষীয়ান এই পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

অন্য বিষয়গুলি:

Bollywood Director Aarman Kohli Rajkumar Kohli Bollywood Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy