Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Arjun Rampal

মাদক মামলায় গ্রেফতার করা হতে পারে অভিনেতা অর্জুন রামপালকে

এনসিবির সন্দেহ, এক বন্ধুর মাধ্যমে দিল্লির এক চিকিৎসকের কাছ থেকে তিনি এই ব্যকডেটেড প্রেসক্রিপশনের ব্যবস্থা করেছেন।  

অর্জুন রামপাল

অর্জুন রামপাল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৭:০১
Share: Save:

মাদক মামলায় জেরা করা হচ্ছে অর্জুন রামপালকে। এনসিবি সূত্রে খবর, তাঁকে গ্রেফতারও করা হতে পারে। অভিনেতা কেন্দ্রীয় স‌ংস্থাকে ডাক্তারের একটি প্রেসক্রিপশন দিয়েছিলেন। যদি সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়, তবে তাঁকে এনসিবির হেফাজতে যেতে হবে।

সোমবার সকালে বলিউড অভিনেতা অর্জুন রামপাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে পৌঁছেছেন। বিকেল তিনটের খবর, তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এনসিবির এক সূত্র মারফত জানা গিয়েছে, রামপাল যে প্রেসক্রিপশনটি দিয়েছেন, তা ভুয়ো বলে সন্দেহ করছেন আধিকারিকরা। প্রেসক্রিপশনে মানসিক রোগের উল্লেখ রয়েছে। তদন্ত করা হচ্ছে সে বিষয়ে।

প্রেসক্রিপশনে যে ওষুধগুলোর উল্লেখ রয়েছে, সেগুলো অভিনেতার বাড়ি তল্লাশির সময়ে পাওয়া গিয়েছিল। ১৩ নভেম্বর সেই ওষুধগুলোর একটি প্রেসক্রিপশন এনসিবির হাতে তুলে দিয়েছিলেন অর্জুন রামপাল। তাঁর দাবি, ওষুধগুলো চিকিৎসক তাঁকে খেতে বলেছেন। এ ছাড়া, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে তিনি জানিয়েছিলেন, তিনি কোনও প্রকার মাদক ব্যবহার করেন না। কোনও মাদক পাচারকারীর সঙ্গেও সম্পর্ক নেই তাঁর।

আরও পড়ুন: মানুষের মুখে দু’মুঠো ভাত জোগাতেই কাজে নামেন লিলি চক্রবর্তী

ওষুধগুলোর ভিত্তিতে জেরা করার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে সমন পাঠানো হয়েছিল। ১৬ ডিসেম্বর তাঁকে এনসিবির মুখোমুখি হতে বলা হয়। কিছু ব্যক্তিগত কারণের জন্য সমনের তারিখ পিছনোর জন্য আর্জি জানিয়েছিলেন অর্জুন।

আরও পড়ুন: ‘টুম্পা’ ডান্স আর ফুচকা পার্টি! ছুটির দিন জমিয়ে দিলেন অনামিকা

তদন্ত করে যদি দেখা যায়, প্রেসক্রিপশনটি ভুয়ো, তাহলে তাঁকে গ্রেফতার করবে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, এনসিবির সন্দেহ, এক বন্ধুর মাধ্যমে দিল্লির এক চিকিৎসকের কাছ থেকে তিনি এই ব্যকডেটেড প্রেসক্রিপশনের ব্যবস্থা করেছেন।

অন্য বিষয়গুলি:

Arjun Rampal NCB drug case Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE