Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
Arjun Kapoor

অর্জুনকে দেখে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়! ভয় পেয়ে মেজাজ হারিয়ে কী করলেন অভিনেতা?

অক্ষয় কুমার, বীর পাহারিয়া ও সারা আলি খানের ছবি ‘স্কাইফোর্স’-এর বিশেষ প্রদর্শন দেখতে গিয়েছিলেন অর্জুন। প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়ে হিমশিম খেয়েছেন অভিনেতা।

Arjun Kapoor lost his cool at Skyforce premiere in Mumbai

মেজাজ হারালেন অর্জুন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৩:২৪
Share: Save:

চট করে খুব একটা মেজাজ হারান না তিনি। ধীরস্থির বলেই পরিচিত। নামের আগে সফল অভিনেতা তকমা না থাকলেও, চর্চায় থাকেন তিনি। পাশাপাশি তাঁর রসবোধেরও অনুরাগী অনেকে। সব মিলিয়ে খোশমেজাজেই থাকতে দেখা যায় তাঁকে। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে মেজাজ হারালেন অর্জুন কপূর।

অক্ষয় কুমার, বীর পাহারিয়া ও সারা আলি খানের ছবি ‘স্কাইফোর্স’-এর বিশেষ প্রদর্শন দেখতে গিয়েছিলেন অর্জুন। প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়ে হিমশিম খেয়েছেন অভিনেতা। অর্জুনকে দেখেই উপচে পড়ে ছবিশিকারিদের ভিড়। অভিনেতাকে দেখে অন্য দর্শকদের নাকি ধাক্কা দিয়ে এগিয়ে আসতে থাকেন ছবিশিকারিরা। এই দৃশ্য দেখে শান্ত থাকতে পারেননি অর্জুন। মেজাজ হারিয়ে সুর চড়ান অভিনেতা।

কিছু দিন আগেই ‘পুষ্পা ২’র প্রদর্শনে অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। সেই ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। সেই সব কথা মাথায় রেখেই স্থির থাকতে পারেননি অর্জুন। সেই দিন নিজেও তাড়াহুড়োয় ছিলেন অভিনেতা। তাই বলে ওঠেন, “আমি বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আর তোমরা লোকজনকে মারতে মারতে এগিয়ে আসছ। এটা তো ঠিক না। একটু ধীরেসুস্থে চলাফেরা করো।”

অর্জুনের এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিনেতাকে এমন রেগে যেতে দেখে অবাক হন অনুরাগীরা। তবে নিন্দকেরও অভাব নেই। তাঁদের মতে, “অর্জুন কী এমন করেছেন যে, তাঁকে নিয়ে এত উত্তেজনা! ওঁকে মানুষ চিনতে পারছে, ওঁর ধন্য হয়ে যাওয়া উচিত।”

অর্জুনকে শেষ দেখা গিয়েছে ‘সিংহম আগেন’ ছবিতে। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসাও পেয়েছে।

অন্য বিষয়গুলি:

Arjun Kapoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy