—ফাইল চিত্র।
হিন্দি থ্রিলার বানাচ্ছেন পরিচালক অরিন্দম শীল। শনিবার ভোরেই তাই তিনি মুম্বইয়ে। আনন্দবাজার ডিজিটাল ফোনে ধরতেই অরিন্দম বললেন, ‘‘কিচ্ছু বলতে পারব না। কনট্র্যাক্টে রয়েছি। এ টুকু বলতে পারি মুম্বইয়ের প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ। মুখ্য ভূমিকায় সম্ভবত দেখা যাবে বলিউডের জনপ্রিয় তারকাকে।’’
আর? মুম্বইয়ের সঙ্গে যোগ থাকবে কলকাতারও। তারকা, টেকনিশিয়ান অনেকেই যুক্ত থাকবেন এই ছবির সঙ্গে।
হিন্দি ছবি করতে চলেছেন অরিন্দম, এই খবর যদিও প্রথম প্রকাশ্যে আসে চলতি বছরের ১২ মার্চ। পরিচালকের জন্মদিনের সকালে। ১৩ মার্চ তিনি উড়ে গিয়েছিলেন মুম্বই। তখনও করোনা ছায়া ফেলেনি এ দেশে।
আরও পড়ুন: সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নির্মিত বাংলা ছবিতে একঝাঁক তারকা
লকডাউন উঠতেই আস্তে আস্তে নিজেকেও আনলক করছেন পরিচালক। ১৬ নভেম্বর থেকে শ্যুটিং শুরু করছেন ‘শবর’ সিরিজের। এখানেও বড় পরিবর্তন, এসভিএফ নয় ক্যামেলিয়া প্রোডাকশন প্রযোজনা করবে তাঁর আগামী ‘শবর’।
শীর্ষেন্দুর মুখোপাধ্যায়ের কোন গল্প ছবির উপাদান? অরিন্দম জানালেন, ‘‘সাহিত্যিকের অপ্রকাশিত উপন্যাস ‘তিরন্দাজ’ অবলম্বনে আগামী ছবি ‘তিরন্দাজ শবর’। শাশ্বত চট্টোপাধ্যায় এবং শুভ্রজিৎ দত্ত এবারেও শবর এবং তাঁর সহকারী। এ ছাড়াও থাকছেন, শঙ্কর চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ কুণ্ডু, অসীম রায়চৌধুরী। এই ছবি দিয়ে টলিউডে প্রথম পা রাখছেন রম্যাণী।’’
খবরের এখানেই শেষ নয়। ‘তিরন্দাজ শবর’-এর সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। সম্পাদনায় সংলাপ ভৌমিক। ক্যামেরায় মধুরা পালিত। মধুরা এই প্রথম অরিন্দমের টিমের সঙ্গে কাজ করতে চলেছেন।
আরও পড়ুন: তাঁর বদলি হয়েই সুপারস্টার, নিঃস্ব অসুস্থ সেই ফরাজের পাশে দাঁড়ালেন সলমন
কলকাতা ছাড়াও ছবির শ্যুট হবে আসানসোলের মাইথনে। অরিন্দমের দাবি, চিত্রনাট্য শোনার পর অনেকেই বলেছেন, এই ছবিতে শবর নাকি আগের তুলনায় অনেক বেশি রক্ত মাংসের। সেই মানবিকতার খাতিরেই প্রেম আসবে শবরের জীবনে?
‘‘শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই চুক্তিতে তাঁর শবরকে আমার হাতে ছেড়েছেন, গোয়েন্দা আজীবন চিরকুমার থাকবে। প্রেমও আসবে না তাঁর জীবনে। সেই চুক্তি ভাঙি কী করে?’’ যুক্তি, বড় পর্দায় শবরের ‘জন্মদাতা’র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy