অরিজিৎ সিংহের টুইট
‘টুইটার যথেষ্ট নয়, ভিডিয়ো রেকর্ড করি, তাতেই সব কথা বলে দিই’— বৃহস্পতিবার দুপুরে টুইটারে আলোড়ন তৈরি হল ‘অরিজিৎ সিংহ’-এর এমন বক্তব্য ঘিরে। অনুগামীদের মন্তব্যে ছয়লাপ টুইটের মন্তব্য বাক্স। কী বলার আছে গায়কের? শুনতে উদ্গ্রীব ভক্তরা।
কেউ লিখলেন, ‘অপেক্ষা করছি’; কারও আর্জি, ‘ইউটিউবে ভিডিয়ো করুন’; কেউ বা আবার বললেন, ‘লাইভে আমাদের সঙ্গে কথা বলুন। আপনার মন ভাল হবে তাতে।’ কিন্তু টুইট করার ঘণ্টা চারেক পরেও কোনও ভিডিয়ো মুক্তি পায়নি সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহের চ্যানেল বা প্রোফাইলে।
Twitter wont be enough
— Arijit Singh (@Atmojoarjalojo) November 18, 2021
Let me record a video
Let me say it all
কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে, টুইটারে যে প্রোফাইল থেকে এই টুইট করা হয়েছে, তা আদপে তারকা গায়ক অরিজিৎ সিংহের নয়। নামে অমিল নেই, ছবিও অরিজিতেরই। কিন্তু প্রোফাইল-নামের পাশে নীল রঙের চিহ্ন নেই। টুইটারে অরিজিতের নিজস্ব একটি প্রোফাইল আছে। সেখানে এই ধরনের কোনও মন্তব্য করা হয়নি। অরিজিতের আসল প্রোফাইলে শেষ টুইট করা হয়েছে দিন ছয়েক আগে। তাতে নিজের একটি গানের প্রচার করেছেন শিল্পী।
এ দিকে, অনুরাগীরা ভেবে বসেছেন, অবসাদে ভুগছেন প্রিয় শিল্পী। চিন্তিত শ্রোতারা সান্ত্বনা দেওয়াতেও খামতি রাখেননি। ভুল বুঝেই তৈরি হয়েছে আলোড়ন।
নকল হইতে সাবধান!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy