৫ কোটি টাকা তোলা চেয়ে ফোন এসেছিল অরিজিতের ম্যানেজারের কাছে
গ্যাংস্টারদের নজরে ছিলেন অরিজিৎ সিংহ। সম্প্রতি পঞ্জাবি শিল্পী সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর প্রকাশ্যে এল, ৫ কোটি টাকা তোলা চেয়ে ফোন এসেছিল অরিজিতের ম্যানেজারের কাছে।
অরিজিৎ সিংহ এই মুহূর্তে বলিউডের অন্যতম নামী গায়ক। ভক্ত এবং অনুরাগীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। সেই সাফল্যই কি তাঁর প্রাণ সংশয় তৈরি করেছিল? চোখ টাটিয়েছিল অপরাধচক্রের?
২০১৫ সাল। দুঁদে গ্যাংস্টার রবি পূজারীর থেকে হুমকি ফোন এসেছিল অরিজিৎ সিংহের কাছে। তাঁর ম্যানেজার তরসানেকে বলা হয়েছিল, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৫ কোটি টাকা দিতে হবে। একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, অত টাকা সেই মুহূর্তে দিতে অস্বীকার করেন অরিজিৎ। বদলে নিজের প্রাণ বাঁচাতে বিনামূল্যে কয়েকটি অনুষ্ঠান করার চুক্তিতে যেতে বাধ্য হন।
সম্প্রতি পঞ্জাবের তরুণ সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার মৃত্যুর পর অরিজিতের এই ঘটনা প্রকাশ্যে এল। ছবি ও গানের দুনিয়ায় কেউ যে অপরাধচক্রের হাত থেকে সুরক্ষিত নন, সে কথা আরও একবার স্পষ্ট হল।
গ্যাংস্টারদের থেকে ৪ বছর ধরে হুমকি পেয়েছিলেন ২৮ বছরের সিধু। সে কথা সংবাদমাধ্যমকে জানান আর এক পঞ্জাবি সঙ্গীতশিল্পী মিকা সিংহ। সিধুর ঘনিষ্ঠ ছিলেন তিনি। সিধুর হত্যার পিছনেও গ্যাংস্টারদেরই হাত রয়েছে বলে জানান শুরুতেই। পরে কানাডার এক গ্যাংস্টার নিজেই নেটমাধ্যমে খুনের দায় স্বীকার করেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy