Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Arijit Singh

স্ত্রী কোয়েল স্টেডিয়ামে উপস্থিত, তা-ও কাকে চিৎকার করে ‘আই লভ ইউ’ বললেন অরিজিৎ?

ভারত-পাক ম্যাচের দিন গাইতে গাইতে আচমকা প্রেম নিবেদন করে বসেন অরিজিৎ সিংহ। পাল্টা কী প্রতিক্রিয়া পেলেন গায়ক?

Arijit Singh express his love towards Virat kohli, cricketer gives epic reaction

অরিজিৎ সিংহ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
আমদাবাদ শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৫:২৮
Share: Save:

শনিবার ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। যদিও ম্যাচ শুরু আগে বিসিসিআই-এর তরফ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধুমাত্র স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য। এই অনুষ্ঠান গান গেয়েছে ভারতের খ্যতনামী সব শিল্পীরা। যাঁদের মধ্যে সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে তিনি বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিংহ। এ দিন সস্ত্রীক ভারত-পাক ম্যাচ দেখেন গায়ক। তবে মঞ্চে নিজে গাইতে গাইতে আচমকা প্রেম নিবেদন করে বসেন গায়ক। তবে স্ত্রী কোয়েলের জন্য নয়। অরিজিৎ তাঁর ভালবাসা জাহির করেন বিরাট কোহলির উদ্দেশে। তিনি বলেন, ‘‘বিরাট, আই লভ ইউ’’। শুনে কি আদৌ সাড়া দিলেন অনুষ্কা শর্মার স্বামী?

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় দু’জনের এই সুন্দর মুহূর্তে রীতিমতো ছড়িয়ে পড়েছে। মঞ্চে গাইছেন অরিজিৎ, সেই সময় একপাশে ম্যাচ শুরুর আগের প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। কমল পোশাকে বিরাট মাঠে নামতেই মঞ্চ থেকে চিৎকার করে গায়ক বলেন, ‘‘আই লাভ ইউ বিরাট।’’ তার পরই তাঁকে গাইতে শোনা যায়, ‘সাবেরো কা মেরে তু সুরজ লাগে/ তু মেরা কোই না হোকে ভি কিছু লাগে’। গায়কের এমন ভালবাসা দেখে তাঁর দিকে হাত তুলে দেখান বিরাট। ফিরিয়ে দেন হাসি। দেখালেন ভিকট্রি চিহ্ন, মাথা নাড়তে নাড়তে হাসতে থাকেন বিরাট।

ওই একই দিনে বিরাট-পত্নী অনুষ্কা শর্মার ছবি তুলে দেওয়ার আবদার করেন অরিজিৎ।একটুও গোসা করেননি তিনি। বরং হাসিমুখে ক্যামেরার জন্য পোজ় দিলেন অভিনেত্রী। গ্যালারির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বসে থাকা অনুষ্কার ছবি তুলছেন অরিজিৎ, সেই ভিডিয়ো এখন ভাইরাল সমাজমাধ্যমের পাতায়।

অন্য বিষয়গুলি:

Singer Arijit Singh Celeb Couple ICC World Cup 2023 India vs Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy