Advertisement
২৮ জানুয়ারি ২০২৫
Zee Bangla

সোশ্যালে ভাইরাল, জমিয়ে প্রেম করছেন স্বস্তিকা-ক্রুশল?

সত্যিই কি প্রেমে পড়েছেন ক্রুশল-স্বস্তিকা?

স্বস্তিকা দত্ত ও ক্রুশাল আহুজা।

স্বস্তিকা দত্ত ও ক্রুশাল আহুজা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২০ ১৭:২৪
Share: Save:

একে অন্যকে নাকি চোখে হারাচ্ছেন। গান গেয়ে মনের ভাব প্রকাশ করছেন এক জন আর এক জনকে দেখলেই। কিন্তু কারও সোশ্যাল হ্যান্ডেলেই কারও ব্যক্তিগত ছবি নেই! অথচ এ ভাবেই নাকি নিবিড় প্রেমে পড়েছেন জি বাংলার ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের নায়ক-নায়িকা ক্রুশাল আহুজা ও স্বস্তিকা দত্ত।

ধারাবাহিকেও এখন জমাটি প্রেম দেখাচ্ছে দু’জনের। মহা শনিবার সপ্তাহে পর্দায় কর্ণ আর রাধিকার প্রেম পরিণতি পাবে কি না তাই নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে দর্শকমনে। এবং দু’জনের রোম্যান্স দেখতে দেখতে দর্শকদের স্থির বিশ্বাস, রিয়েলেও প্রেম না থাকলে এ ভাবে প্রেমের দৃশ্যে অভিনয় হতেই পারে না!

সত্যিই কি প্রেমে পড়েছেন ক্রুশল-স্বস্তিকা?

‘কর্ণ’ এ বিষয়ে মুখ খোলেননি। কিন্তু অতি সম্প্রতি এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভীষণ স্ট্রেট ফরোয়ার্ড খেলেছেন স্বস্তিকা। অভিনয় করতে করতে একে অন্যের প্রেমে পড়েছেন কি না প্রশ্ন করতেই স্বস্তিকার স্মার্ট জবাব, ‘‘অনেক দিন ধরেই দর্শকেরা জানতে চাইছেন, পুরোটাই রটনা? নাকি ঘটনাও আছে এর পেছনে? সবার উদ্দেশে শুরুতেই বলি, আমি আর ক্রুশল দেখতে একটুও খারাপ নই। একে অন্যের খুব ভাল বন্ধু। এবং আমাদের মধ্যে চাইলে প্রেম হতেই পারে...!’’

এ কথা শোনার পর দর্শকেরা যখনই দু’য়ে দু’য়ে চার করতে ব্যস্ত তখন স্বস্তিকা আরও একটি বিস্ফোরণ ঘটালেন, সেটে অনেকটা সময় একসঙ্গে কাটালেও শুধুই নাকি করোনা নিয়ে আলোচনা হচ্ছে তাঁদের মধ্যে! প্রেমের সেখানে ছোঁয়া বা ছায়া কিচ্ছু নেই!

আরও পড়ুন: গ্রাফিকে বাঁদরের খেলা, হ্যারি পটারের মতো আকাশে উড়বে পশুপাখি, আনলকে ছোটদের বড় উপহার ‘ক্ষীরের পুতুল’

আরও পড়ুন: লকডাউনে প্রেম চৌপাট? কবিতায় কথা সারছেন শ্রীমা-গৌরব!

সামাজিক দূরত্ব যে প্রেমের অনুভূতিকেও দূরে সরিয়ে রেখেছে সে কথা স্পষ্ট স্বস্তিকার বক্তব্যে। একই সঙ্গে অভিনেত্রী এ-ও জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে, পর্দার রসায়ন বাস্তব জীবনে সত্যি হতেই পারে। কারণ, তাঁরা একে অন্যকে যথেষ্ট পছন্দ করেন।

তা হলে কি নিউ নর্মাল থেকে সব কিছু নর্মাল হলে জাঁকিয়ে প্রেম আসবে স্বস্তিকা-কর্ণের জীবনে? হবেও বা। তখন আবার তাঁরা এ কথা ভাবতে ভাবতে দেরি করে ফেলবেন না তো, ‘কী করে বলব তোমায়’?

অন্য বিষয়গুলি:

Zee Bangla Ki kore Bolbo Tomay Television
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy