অনুষ্কা শেট্টি। ছবি: ফেসবুক।
সম্প্রতি বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে পরিচালক প্রকাশ কোভেলামুণ্ডির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অনুষ্কা শেট্টি। বেশ কয়েকদিন ধরে একসঙ্গে দেখা যাচ্ছে অনুষ্কা-প্রকাশকে। আর এই বছরের শেষেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।
অনুষ্কা শেট্টির বিয়ে নিয়ে বি-টাউনে জল্পনার শেষ নেই। কখনও শোনা গিয়েছে, বাহুবলী অভিনেতা প্রভাসকে বিয়ে করতে চলেছেন তিনি, কখনও আবার ভারতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে জড়ানো হয় অনুষ্কার নাম। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে অনুষ্কা খোলসা করেন, কোনও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে নেই তিনি। সেই রেশ কাটতে না কাটতেই অনুষ্কার প্রেম জীবনে আরও এক নয়া সংযোজনের খবর।
আরও খবর:ওরা আমার স্বামীকে মেরে ফেলল: নন্দিনী
পরিচালক কে. রাঘবেন্দ্র রাওয়ের ছেলে প্রকাশ। ‘জজমেন্টাল হ্যায় কেয়া’-ছবির পরিচালক প্রকাশ কোভেলামুণ্ডি বি টাউনের বেশ জনপ্রিয় মুখ। ২০১৫ সালে দক্ষিণী ছবি ‘সাইজ জিরো’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছেন অনুষ্কা-প্রকাশ। আর তখন থেকেই ভাল সম্পর্ক দু’জনের। যদিও দু’জনের কেউ তাঁদের সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি। এর আগে বলিউডের জনপ্রিয় স্ক্রিপ্ট লেখক কণিকা ঢিলোঁর সঙ্গে বিয়ে হয় প্রকাশের। তবে সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। তাঁদের ডিভোর্সের পরেই অনুষ্কার সঙ্গে সম্পর্কে জড়ান প্রকাশ।
আপাতত ‘নিশব্দম’ ছবি নিয়ে ব্যস্ত ‘বাহুবলী’-র দেবসেনা। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আর মাধবনকে। এপ্রিল মাসেই মুক্তি পেতে চলেছে সেই ছবি। তবে সমস্ত ব্যস্ততার মাঝেই ডেট প্রকাশকে ডেট করছেন অভিনেত্রী, গুঞ্জন এমনই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy