আর এক মাসও দেরি নেই। বিরুষ্কার জীবনে তৃতীয় সদস্য আসতে চলেছে জলদি। আর তারই জন্য মা অনুষ্কাকে বারবার স্বাস্থ্যকেন্দ্রে যেতে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। পরনে কালো ড্রেস, সাদা পা ঢাকা জুতো, মুখে সাদা মাস্ক। স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠলেন তিনি। ভিডিয়োয় স্পষ্ট তাঁর বেবি বাম্প।
গর্ভবতী অবস্থাতেও তিনি বিভিন্ন শ্যুট করেছেন। যথেষ্ট সক্রিয় অনুষ্কা। সম্প্রতি একাধিক বিজ্ঞাপনের শ্যুট করেছেন অভিনেত্রী। হ্যান্ডব্যাগ থেকে শুরু প্রেগনেন্সি কিট।
পাশাপাশি নিজের শরীরের খেয়ালও রাখছেন তিনি। ঝলক পাওয়া যাবে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। কিছু দিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। স্বামী বিরাট কোহালির সাহায্যে শীর্ষাসন করছেন। চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া দাওয়া ও যোগাসন করছেন বলে জানিয়েছিলেন অনুষ্কা শর্মা।
আরও পড়ুন: টাইগার শ্রফকে বাদ দিয়ে দিলেন দিশা পাটানি?
আরও পড়ুন: কোনও রোজগার ছাড়া বছরটা টেনে দিলাম, এই অনেক: স্বরা ভাস্কর