Advertisement
১২ ডিসেম্বর ২০২৪
Entertainment News

কন্যার বিয়েতে মধ্যমণি বাবাই! আলিয়ার বিয়েতে প্রাক্তন স্ত্রী কল্কির সঙ্গে দেখা অনুরাগের

২০১৫ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন অনুরাগ ও কল্কি কেকলাঁ। বিচ্ছেদের পরেও সৌজন্য বজায় রেখেছেন তাঁরা। তাই কন্যার বিয়েতে আমন্ত্রিত কল্কি।

Anurag Kashyap met his ex-wife Kalki Koechlin as she joins Aliah Kashyap’s wedding

কন্যার বিয়েতে প্রাক্তন স্ত্রী কল্কির সঙ্গে দেখা অনুরাগের। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৪
Share: Save:

দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন অনুরাগ-কন্যা আলিয়া কাশ্যপ। কন্যার বিয়ে নিয়ে উত্তেজিত পরিচালকও। আর এই বিয়েতেই ফের প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা অনুরাগের। ২০১৫ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন অনুরাগ ও কল্কি কেকলাঁ। বিচ্ছেদের পরেও সৌজন্য বজায় রেখেছেন তাঁরা। তাই কন্যার বিয়েতে আমন্ত্রিত কল্কি। সেখানেই প্রাক্তন স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পরিচালকের।

প্রাক্‌বিবাহ অনুষ্ঠান থেকেই হাজির ছিলেন কল্কি। আলিয়ার বিয়েতেও বিশেষ সাজে উপস্থিত তিনি। সবুজ রঙের কো-অর্ড সেট বেছে নিয়েছেন কল্কি। সেই পোশাকে ধুতির কায়দায় পরা স্কার্ট নজর কেড়েছে নেটাগরিকের। পোশাকের সঙ্গে মানানসই চুল বেঁধেছেন তিনি। চুলের খোঁপা সাজিয়েছেন ফুল দিয়ে। বিয়ের আসরের বাইরে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

বুধবার রাজকীয় কায়দায় গাঁটছড়া বাঁধছেন আলিয়া কাশ্যপ ও শেন গ্রেগ। ইতিমধ্যেই শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। হালকা গোলাপি রঙের একটি লেহঙ্গা বেছে নিয়েছেন আলিয়া তাঁর বিশেষ দিনের জন্য। অন্য দিকে শেন পরেছেন একটি সোনালি রঙের শেরওয়ানি। কনের বাবা অর্থাৎ অনুরাগও পরেছেন সোনালি রঙের শেরওয়ানি। মেয়ের প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে পরিচালককে নাচতেও দেখা গিয়েছে।

গত সপ্তাহ থেকে শুরু হয়েছে অনুরাগ-কন্যার প্রাক্‌বিবাহ অনুষ্ঠান। গায়েহলুদের ছবি নিজেই প্রকাশ করেছিলেন পরিচালক। বর-কনে দু’জনেই এ দিন রং মিলিয়ে হলুদ পোশাক বেছে নিয়েছিলেন। বিয়ের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন খুশি কপূর ও তাঁর চর্চিত প্রেমিক তথা অভিনেতা বেদাঙ্গ রায়না। বিয়ের প্রায় প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত পরিচালক ইমতিয়াজ় আলি ও তাঁর কন্যাও। উল্লেখ্য, গত বছর বালিতে গিয়ে অনুরাগ-কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পেশায় উদ্যোগপতি শেন।

অন্য বিষয়গুলি:

entertainment news Anurag Kashyap Aaliyah Kashyap Kalki Koechlin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy