পূজা-কুণালকে টক্কর দেবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
"আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে বিয়ের প্রতিযোগিতায় নামলে পূজা-কুণাল হেরে যাবে"।
মঙ্গলবার এমনই দাবি অঙ্কুশ হাজরার। হঠাৎ হল কী বাংলার তারকার? বন্ধু তারকা দম্পতি পূজা বন্দ্যোপাধ্যায়-কুণাল ভার্মার বাঙালি বিয়ে দেখতে গিয়ে কি ঘোর লেগেছে অভিনেতার চোখেও? কথাবার্তায় যে তেমনই গন্ধ পাওয়া যাচ্ছে! পূজা-কুণালের বিয়ের দিনে এই জুটিও সেজেছিলেন পাক্কা বাঙালি সাজে। ঐন্দ্রিলা বেছে নিয়েছিলেন শাড়ি। সঙ্গে মানানসই গয়না। আর অঙ্কুশ? তাঁর পরনে ছিল কুর্তি, ধুতি। অভিনেতা জানিয়েছেন, পূজা-কুণালের শর্তই ছিল অতিথিদের বাঙালি সাজে সাজতে হবে।
গোয়ায় বসেছে পূজা-কুণালের বিয়ের আসর। রোম্যান্টিক পরিবেশে প্রেম জেগেছে অঙ্কুশ-ঐন্দ্রিলারও! সুযোগ পেলেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ছেন দু’জনে। ছবি তুলেই অঙ্কুশ জানিয়েছেন, ১০ বছরের ‘সঙ্গিনী’কে নিয়ে তিনি যা ‘পোজ’ দিচ্ছেন তা নাকি হার মানিয়ে দেবে পূজা-কুণালের বিয়ের ছবিকেও! এ বার কি তবে বিয়ের সানাই বাজবে বাংলার তারকা যুগলেরও? ‘‘এক্ষুণি নয়। তবে করলে পূজা-কুণালের মতো করেই পুরো বাঙালি রীতি মেনে বিয়ে করব’’, সাফ বলেছেন অঙ্কুশ। বলিউড তারকা দম্পতির মতোই বাইরে বিয়ের আসর বসবে, না কলকাতায়? এখনও এ প্রসঙ্গে কথা বলার মতো সময় আসেনি। বিয়ের প্রতিযোগিতায় কী ভাবে বন্ধুদের হারাবেন, সেটা এখনও ঠিক করেননি অঙ্কুশ। তবে যেখানেই বিয়ে হোক, মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ, সাতপাক, মালা বদল, সিঁদুর দান- সব থাকবে তাঁদের বিয়েতে এ কথাও জানাতে ভোলেননি তিনি।
পূজা-কুণালের বিয়ে শেষ। বৃহস্পতিবার গোয়া থেকে ফিরছেন দু’টিতে জুটিতে। কিন্তু বন্ধুর বিয়ের আবেশ যে এখনও রয়েই গিয়েছে অঙ্কুশের কথায়, ‘‘খুব সুন্দর আয়োজন করেছিল পূজা-কুণাল। সব রীতি মেনেছে। খাইয়েছেও ভাল। গোয়ার বিখ্যাত খাবার যেমন ছিল তেমনি ছিল পোলাও, কলকাতার রসগোল্লা, ম্যাঙ্গো চমচম।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy