রিটেকের রেকর্ড ভাঙতে পারেন অভিনেতা অনিল কপূর।
একটা দৃশ্যের জন্য কত বার রিটেক নেওয়া যায়? সে রেকর্ড ভাঙতে পারেন অভিনেতা অনিল কপূর! ‘যুগ যুগ জিয়ো’ মুক্তির আগে নির্মাতারা এমন এক ভিডিয়ো ক্লিপ ফাঁস করলেন, যাতে বেরিয়ে পড়ল ছবির নেপথ্যকাহিনি।
কর্ণ জোহর প্রযোজিত ছবিটিতে বরুণ ধবনের বাবার ভূমিকায় রয়েছেন অনিল। ফাঁস হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, চিলেকোঠার এক দৃশ্যে মনিটরের দিকে তাকিয়ে বরুণ অনিলকে বলছেন, ‘‘মনে হচ্ছে, আমাদের বাবা-ছেলের মতোই দেখাচ্ছে।’’ অনিল গম্ভীর হয়ে জবাব দিচ্ছেন, ‘‘তা নয়তো কী? আমায় তোমার ঠাকুরদার মতো দেখাবে ভেবেছিলে?’’
অভিনেত্রী কিয়ারা আডবাণী হাসতে হাসতে বলেন, ‘‘অনিলের মতো মজাদার অভিনেতা দুটো হয় না। সেটে তিনি থাকলে সারা ক্ষণ হাসির ফোয়ারা ছোটে। হাজার বার করে একটা দৃশ্যের রিটেক করতে ভালবাসেন অনিল। তাতে আখেরে কিন্তু ছবিরই লাভ।’’
সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, সাদা তোয়ালে পরে মনের আনন্দে নাচছেন অনিল। বরুণ তাঁর কাণ্ডকারখানা দেখে হেসে গড়িয়ে পড়ছেন! ভিডিয়ো শুরুই হচ্ছে অনিল আর বরুণের দমফাটা হাসিতে!
শুধু তাই নয়। ভিডিয়োয় শ্যুটিং শুরু হওয়ার আগেই অনিল বলছেন ২০-২৫ টা টেক তো লাগবেই। আর চিলেকোঠার দৃশ্যেই তাঁকে বলতে শোনা যায়, "এ বার অন্তত ৪০০ রিটেক তো হওয়াই উচিত!’’ বরুণের অভিব্যক্তি তখন দেখার মতো!
আগামী ২৪ জুন মুক্তি পেতে চলেছে রাজ মেহতা পরিচালিত ‘যুগ যুগ জিয়ো’। তার আগে এমন কৌতুক ভিডিয়ো দেখে হেসেই অস্থির দর্শক। ছবি নিয়ে কৌতূহলও কি আর এক দফা বাড়ল?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy