Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Anil Kapoor

অনিল কপূরকে অবসর নিতে বললেন পরিচালক অনুরাগ কাশ্যপ!

এটা কি আদৌ আসল ‘ক্যাট ফাইট’, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য?

অনিল কপূর ও অনুরাগ কাশ্যপ।

অনিল কপূর ও অনুরাগ কাশ্যপ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ২২:২৬
Share: Save:

অনিল কপূরকে অবসর নিতে বললেন পরিচালক অনুরাগ কাশ্যপ! কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরাসরি এই আক্রমণ কেন? জানা কথাই ‘মিস্টার ইন্ডিয়া’ ছেড়ে কথা বলার মানুষ নন। দিলেনও পাল্টা। বেশ একটা গরম আবহাওয়া টুইটারে। কিন্তু কোথাও যেন খটকা লাগছে। এটা কি আদৌ আসল ‘ক্যাট ফাইট’, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য?

সোমবার দুপুর থেকে 'যুদ্ধ' শুরু হয়েছে। ‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস’ পেয়েছে হিন্দি ওয়েবসিরিজ ‘দিল্লি ক্রাইম’। সেই নিয়ে পোস্ট করেছিলেন অনিল কপূর। তাঁর পোস্টটি শেয়ার করে ‘অস্কার’ না পাওয়া নিয়ে খোঁটা দিলেন কাশ্যপ। ব্যস! একে অপরকে অপমান করেই চলেছেন। কাশ্যপ বললেন, অনিল কপূর নিজের ঘন চুলের জন্য সিনেমায় সু্যোগ পান। এমনকি অনিল কপূরকে অবসর নিতেও বলে দিলেন অনুরাগ। লিখেছেন, ‘স্যার, সমস্ত ৪০ বছরের পুরনো গাড়িকেই কিন্তু ভিনটেজ বলে না। কোনওটাকে বিপদও বলে'। পাশে হ্যাশট্যাগ দিয়ে লেখা, 'অবসর হাতছানি দিচ্ছে'। শুধু তাই নয়, সঙ্গে ছবিও দিয়েছেন। নতুন চারটে ছবির পোস্টারের কোলাজ। সব ছবিতেই অনিল কপূর অভিনয় করেছেন। তার উত্তরে অনিল লিখলেন, ‘আরে আমার গাড়ি ৪০ বছর চলেছে এই অনেক। তোর গাড়ি তো গ্যারেজ থেকেই বেরয়নি এখনও'। পাল্টা জবাব, ‘গাড়িটা যদি রেস থ্রি-র গাড়ি হয়, তা হলে গ্যারেজ থেকে না বেরনোই ভাল'। এ বারে অনিল হিসেবের খাতা খুললেন। দেখিয়ে দিলেন, তাঁর অভিনীত ‘রেস থ্রি’ ছবিটি বক্স অফিসে কত টাকার ব্যবসা দিয়েছে আর অনুরাগ পরিচালিত ‘বম্বে ভেলভেট’ কত। প্রথমটা ৩০০ কোটি আর দ্বিতীয়টা ৪৩ কোটি টাকার। সেই টুইট শেয়ার করে আবার কাশ্যপের খোঁচা, ‘ঠিক আছে স্যর। কাঁদবেন না'। নীচে অনিল কপূরের ছবি।

সত্যি সত্যিই কি এত কুৎসিত দিকে চলে যাচ্ছে দ্বন্দ্ব? নাকি এই বিতণ্ডা আসলে কোনও আসন্ন ছবির প্রচার, যার খবর দেশবাসীর কাছে নেই? যত দিন যাচ্ছে, বিভিন্ন ছবির প্রচারে বহু বিচিত্র অভিনবত্ব দেখতে পাওয়া যাচ্ছে। সন্দেহের আরেকটি কারণও রয়েছে। অনুরাগ কাশ্যপের প্রথম পোস্টের তলায় একজন কমেন্ট করেছেন, ‘যাঁরা ভাবছেন, এ আবার কী শুরু হল? তাঁদের জন্য বলে রাখি, এটা আদপে একটি নতুন প্রোজেক্টের প্রচার'। কমেন্টে একটি ছবিও পোস্ট করেছেন। লেখা, ‘এ কে বনাম এ কে'। অর্থাৎ অনিল কপূর বনাম অনুরাগ কাশ্যপ। ছবির উপরে আবার নেটফ্লিক্সের লোগো দেওয়া।

কিন্তু কিছুই বলা যায় না, যত দিন পর্যন্ত কোনও একজন ‘এ কে’ মুখ না খুলছেন, তত দিন নেটাগরিকরা মজা দেখতে থাকবেন।

আরও পড়ুন: দেখতে সুন্দর বলে আমাকে কাজ দেওয়া হয়নি, বললেন দিয়া মির্জা

আরও পড়ুন: মিম-ট্রোল তুচ্ছ করে কোথায় উড়ে গেলেন সানা-মুফতি

অন্য বিষয়গুলি:

Anil Kapoor Anurag Kashyap Twitter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy