অনিল কপূর ও অনুরাগ কাশ্যপ।
অনিল কপূরকে অবসর নিতে বললেন পরিচালক অনুরাগ কাশ্যপ! কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরাসরি এই আক্রমণ কেন? জানা কথাই ‘মিস্টার ইন্ডিয়া’ ছেড়ে কথা বলার মানুষ নন। দিলেনও পাল্টা। বেশ একটা গরম আবহাওয়া টুইটারে। কিন্তু কোথাও যেন খটকা লাগছে। এটা কি আদৌ আসল ‘ক্যাট ফাইট’, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য?
সোমবার দুপুর থেকে 'যুদ্ধ' শুরু হয়েছে। ‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস’ পেয়েছে হিন্দি ওয়েবসিরিজ ‘দিল্লি ক্রাইম’। সেই নিয়ে পোস্ট করেছিলেন অনিল কপূর। তাঁর পোস্টটি শেয়ার করে ‘অস্কার’ না পাওয়া নিয়ে খোঁটা দিলেন কাশ্যপ। ব্যস! একে অপরকে অপমান করেই চলেছেন। কাশ্যপ বললেন, অনিল কপূর নিজের ঘন চুলের জন্য সিনেমায় সু্যোগ পান। এমনকি অনিল কপূরকে অবসর নিতেও বলে দিলেন অনুরাগ। লিখেছেন, ‘স্যার, সমস্ত ৪০ বছরের পুরনো গাড়িকেই কিন্তু ভিনটেজ বলে না। কোনওটাকে বিপদও বলে'। পাশে হ্যাশট্যাগ দিয়ে লেখা, 'অবসর হাতছানি দিচ্ছে'। শুধু তাই নয়, সঙ্গে ছবিও দিয়েছেন। নতুন চারটে ছবির পোস্টারের কোলাজ। সব ছবিতেই অনিল কপূর অভিনয় করেছেন। তার উত্তরে অনিল লিখলেন, ‘আরে আমার গাড়ি ৪০ বছর চলেছে এই অনেক। তোর গাড়ি তো গ্যারেজ থেকেই বেরয়নি এখনও'। পাল্টা জবাব, ‘গাড়িটা যদি রেস থ্রি-র গাড়ি হয়, তা হলে গ্যারেজ থেকে না বেরনোই ভাল'। এ বারে অনিল হিসেবের খাতা খুললেন। দেখিয়ে দিলেন, তাঁর অভিনীত ‘রেস থ্রি’ ছবিটি বক্স অফিসে কত টাকার ব্যবসা দিয়েছে আর অনুরাগ পরিচালিত ‘বম্বে ভেলভেট’ কত। প্রথমটা ৩০০ কোটি আর দ্বিতীয়টা ৪৩ কোটি টাকার। সেই টুইট শেয়ার করে আবার কাশ্যপের খোঁচা, ‘ঠিক আছে স্যর। কাঁদবেন না'। নীচে অনিল কপূরের ছবি।
সত্যি সত্যিই কি এত কুৎসিত দিকে চলে যাচ্ছে দ্বন্দ্ব? নাকি এই বিতণ্ডা আসলে কোনও আসন্ন ছবির প্রচার, যার খবর দেশবাসীর কাছে নেই? যত দিন যাচ্ছে, বিভিন্ন ছবির প্রচারে বহু বিচিত্র অভিনবত্ব দেখতে পাওয়া যাচ্ছে। সন্দেহের আরেকটি কারণও রয়েছে। অনুরাগ কাশ্যপের প্রথম পোস্টের তলায় একজন কমেন্ট করেছেন, ‘যাঁরা ভাবছেন, এ আবার কী শুরু হল? তাঁদের জন্য বলে রাখি, এটা আদপে একটি নতুন প্রোজেক্টের প্রচার'। কমেন্টে একটি ছবিও পোস্ট করেছেন। লেখা, ‘এ কে বনাম এ কে'। অর্থাৎ অনিল কপূর বনাম অনুরাগ কাশ্যপ। ছবির উপরে আবার নেটফ্লিক্সের লোগো দেওয়া।
Nice to see some deserving people get international recognition. Waise, aapka Oscar kidhar hain? No? Achha... nomination? 😜 https://t.co/P2ZuiPOUWP
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020
Sir, you don’t talk about hair. Aapko toh apne baal ke dum pe roles milte hain. #BaalBaalBaloo #TheJungleLife https://t.co/b4H5CtqFYi
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020
Sir har 40 saal purani gaadi ko vintage nahi kehte. Kuch ko khatara bhi kehte hain. #retirementcalling https://t.co/qzzX0v4lOZ pic.twitter.com/yS0cdX1yod
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020
Theek hai sir #Goodbye #DontCry https://t.co/F8OK8FIa3o pic.twitter.com/qbzqoxFSDo
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020
কিন্তু কিছুই বলা যায় না, যত দিন পর্যন্ত কোনও একজন ‘এ কে’ মুখ না খুলছেন, তত দিন নেটাগরিকরা মজা দেখতে থাকবেন।
আরও পড়ুন: দেখতে সুন্দর বলে আমাকে কাজ দেওয়া হয়নি, বললেন দিয়া মির্জা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy