টিকটক স্টাইলে ভিডিয়ো ক্লিপিংস বানাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায়।
ওরকমই লম্বা চুল, ওরকমই মিষ্টি মিষ্টি হাসি। পার্থক্য, রানি মুখোপাধ্যায়ের গায়ে পাশ্চাত্য পোশাক ছিল। সুদীপা চট্টোপাধ্যায় খোলা চুল, শাড়ি, গয়নাতেই মাত করেছেন। ২০২০-র ‘নিউ নর্মাল’, টিকটক স্টাইলে ভিডিয়ো ক্লিপিংস বানাচ্ছেন ‘রান্নাঘর’-এর ‘রানি’! ২০০১-এর সুপারহিট ছবি ‘চোরি চোরি চুপকে চুপকে’-র জনপ্রিয় গান ‘দেখনেওয়ালো নে ক্যয়া ক্যয়া নেহি দেখা হোগা...’-র সঙ্গে দুর্দান্ত লিপ সিঙ্কিং তাঁর।
সুদীপা কি তাহলে টোনড হবেন? সজ্জাতেও বদল আনবেন? এই ধরনের ভিডিয়োতে যেমন প্রয়োজন!
আনন্দবাজার ডিজিটালকে বললেন, ‘‘সময়ের সঙ্গে তাল মেলাতেই হবে। অগ্নিদেবের ছেলে আকাশের বন্ধুরা দেখি এই ধরনের ভিডিয়ো বানায়। আমাকেও অনেক বার বলেছে, তুমিও এ রকম কিছু কর। অনেক ভাবনার পর বানানোর চেষ্টা করলাম।’’
সেই সঙ্গে এটাও বললেন, ওজন নিয়েই তাঁর যত মাথাব্যথা। ১৫ কেজি মত ওজন কমিয়েছেন। তাতেও টোনড হননি!
আর সাজ?
টিপ, শাড়ি, গয়না, লিপস্টিক---এর বাইরে অতিরিক্ত সাজ তিনি বা অগ্নিদেব কেউই পছন্দ করেন না। সুদীপা ক্যারিও করতে পারেন না। দাবি, ‘‘আমার এই সারল্য, আটপৌরে ইমেজটাই আমার ইউএসপি। চ্যানেল অনেক বার এই ইমেজ ভাঙতে গিয়েছে। দর্শক নেননি। আমার পরে অপরাজিতা আঢ্য হিট করেছেন, তাঁরও এই বিশেষ গুণগুলো আছে বলে।’’
ক্লিপিংস বানানোর আগে যদিও বেশ ভয়ে ভয়েই ছিলেন সুদীপা। ‘‘ঠিক মতো পারব কিনা এই দোটানা ছিলই। দেখলাম পেরে গিয়েছি।’’ ভিডিয়ো পোস্ট করার পর ভালই সাড়া মিলেছে নেটাগরিকদের থেকে।
এবার কি তাহলে রান্নাঘর ছেড়ে বড় পর্দায়? ‘‘যে কিনা প্যাক আপ শুনলে সব থেকে বেশি খুশি হয় সে করবে সিনেমায় অভিনয়!’’ পাল্টা বিস্মিত সুদীপা। জানালেন, স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনেক বার ডেকেছেন। তিনিই রাজি হননি। ‘‘আমার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে সারাক্ষণ। একেবারেই অপেক্ষা করে বসে থাকতে পারি না। খালি মনে হয় কখন বাড়ি যাব। কুকারি শো-এর সেটে আমি ‘ঝড়’। সিনেমায় অভিনয় করতে গেলে বুম্বাদা যখন শট দেবেন আমায় তো বসতেই হবে! ওঁকে সরিয়ে তো শ্যুট করতে পারব না!’’
এই কারণেই শিবপ্রসাদের একটি ছবিতে মাত্র দু’দিন শ্যুট করেই পালিয়ে এসেছেন।
প্রথম ভিডিয়ো একাই বানিয়েছেন। আগামী দিনে সুদীপার বিপরীতে কে? হাসি আর রহস্য মাখা উত্তর, ‘ক্রমশ প্রকাশ্য।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy