মা এবং ভাইয়ের সঙ্গে অমিতাভ বচ্চন।
শান্ত দুটি চোখ, মুখে স্মিত হাসি, মায়ের পাশে শান্ত ভাবে দাঁড়িয়ে থাকা এই বালককে চিনতে পারছেন?
বিষয়টা একটু সহজ করে দেওয়া যাক।
প্রথম হিন্ট: তাঁর ব্যারিটোন কণ্ঠস্বরের নেশায় বুঁদ ৮ থেকে ৮০ সকলেই ।
দ্বিতীয় হিন্ট: বলিউডে ইনিই প্রথম ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর সংজ্ঞা তৈরি করেন।
তৃতীয় হিন্ট: ‘রিস্তে মে তো হম তুমহারে বাপ লগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ’- এই বিখ্যাত সংলাপে বলিউড প্রেমীদের বুকে ঝড় তুলেছিলেন তিনি।
এত ক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গিয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে মিটমিটে হাসা বছর দশ বারোর এই ছেলেটি বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।
মঙ্গলবার সকাল নস্টালজিয়ায় ভাসলেন অমিতাভ। স্মৃতির সমুদ্রে ডুব দিয়ে খুঁজে আনলেন এক টুকরো ফেলে আসা সময়। মা এবং ভাইয়ের সঙ্গে সাদা কালো ছবি পোস্ট করে লিখলেন, ‘মা এবং ভাইয়ের সঙ্গে সেই বিশেষ মুহূর্ত যখন জীবনের প্রথম বুশ শার্ট পেয়েছিলাম।’
T 3759 - .. that special moment with Ma and younger brother when you got your first bush shirt .. 😁👊 pic.twitter.com/QUBP9x4RiO
— Amitabh Bachchan (@SrBachchan) December 21, 2020
আরও পড়ুন: একা আবীর নন, করোনায় আক্রান্ত অভিনেতার পরিবারের সবাই
‘বিগ বি’-র এই ছবিতে ভালবাসা উপচে পড়ছে অনুরাগীদের। অনেকে আবার ছবির কমেন্ট বক্সেই নিজের ছোটবেলার স্মৃতি ভাগ করে নিয়েছেন প্রিয় নায়কের সঙ্গে। অর্থাৎ শুধু নিজেই নয়, সক্কাল সক্কাল সকলকেই নস্টালজিক করে দিলেন সিনিয়র বচ্চন।
আরও পড়ুন: ভারতীয় রাজকন্যের আবদার কিং খান কন্যার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy