Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Celebrity Gossip

হাজার হাজার লোকের সামনে অমিতাভকে চিৎকার করে বলেছিলেন রেখা, ‘তোমায় ঘৃণা করি!’ কেন?

বলতে গিয়ে কান্নায় গলা বুঁজে এসেছিল। তার পরেও বলতে হয়েছিল তাঁকে। রেখাকে অমিতাভের উদ্দেশে এ কথা বলতে বাধ্য করা হয়েছিল!

‘সিলসিলা’ ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন-রেখা।

‘সিলসিলা’ ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন-রেখা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:৪৭
Share: Save:

দিনটি আজও ভুলতে পারেননি রেখা, ভানুরেখা গণেশন। “তোমায় ঘৃণা করি!” অমিতাভ বচ্চনকে এ কথা বলতে হয়েছিল তাঁকে। যাঁকে প্রাণ দিয়ে ভালবাসেন, কী করে তাঁকে মুখের উপরে ‘ঘৃণা করি’ বলবেন? অথচ, বলতে তাঁকে হবেই। তাও আবার প্রকাশ্যে, ভিড়ের মাঝে। রেখা যন্ত্রণায় ছটফট করেছিলেন।

নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে অমিতাভ-রেখা মুখোমুখি। ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী ১৫ হাজার দর্শক। রেখা কথাটা বলার পর পিনপতন স্তব্ধতা। অনেক ক্ষণ পরে ভিড়ের মধ্যে থেকে একটাই শব্দ শোনা গিয়েছিল, ‘ওহ’। তত দিনে অমিতাভ-রেখার রোমান্স সবাই জানেন। জানেন জয়া বচ্চনও! সংসারে তাই নিয়ে নিত্য অশান্তি।

‘শাহেনশা’র সংসার বাঁচাতেই কি রেখা এই পদক্ষেপ করেছিলেন? বলিউড বলছে, নায়িকাকে নাকি এ ভাবে বলতে বাধ্য করা হয়েছিল!

কে রেখাকে এই কথা বলতে বাধ্য করেছিলেন? খবর, বিআর চোপড়া আর তাঁর ছবি ‘সিলসিলা’। ছবিতে রেখা-অমিতাভ-জয়ার বাস্তব ত্রিকোণ প্রেমের গল্প। যা পর্দায় জীবন্ত করেছিলেন এঁরা তিন জন। সেখানেই রেখার সংলাপ, তিনি অমিতাভকে বলবেন, তাঁকে ঘৃণা করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা ফের মনে করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি কিছুতেই এই সংলাপ বলবেন না। অথচ, চিত্রনাট্যের খাতিরে বলতে তাঁকে হবেই। শেষে হাল ধরেছিলেন ‘বিগ বি’ স্বয়ং। তিনি হলিউড অভিনেতা জেমস ডিনের গল্প শুনিয়েছিলেন। জানিয়েছিলেন, একটি দৃশ্যে তিনিও একই রকম দ্বিধাগ্রস্ত ছিলেন। মনের জোরে সেই দ্বিধা কাটিয়েছিলেন নিজেই। রেখাকেও সেটাই করার পরামর্শ দিয়েছিলেন তিনি।

অমিতাভ-রেখার একান্ত আপনজন।

অমিতাভ-রেখার একান্ত আপনজন। ছবি: সংগৃহীত।

অমিতাভের সহায়তায় এক টেকে দৃশ্য নিখুঁত! শট শেষ করে আবেগে প্রিয় নায়ককে জড়িয়ে ধরেছিলেন রেখা। সেই দৃশ্য দেখতে দেখতে প্রত্যেকের চোখের কোণ বুঝি শিরশিরিয়ে উঠেছিল সে দিন!

অন্য বিষয়গুলি:

Amitabh Bachchan Rekha silsila
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy