Advertisement
E-Paper

এত বড় তারকা হয়েও ডাহা ফেল, তিন বছরের কষ্টের কথা জানালেন অমিতাভ বচ্চন

একটা সময় টানা তিন বছর কষ্ট সহ্য করে বেড়াতে হয় অমিতাভ বচ্চনকে। এত বছর পর সত্য জানালেন তারকা।

Amitabh Bachchan admitting failing in physics in his graduation

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৯:২৫
Share
Save

ভারতের কিংবদন্তী তারকা তিনি। ভারতীয় সিনেমার অভিভাবক বললেই ভুল হবে না। তাঁর খ্যাতি, নাম, যশ নিয়ে ওয়াকিবহাল গোটা বিশ্ব। এত বড় তারকা তবু একটা সময় টানা তিন বছর কষ্ট সহ্য করে বেড়াতে হয় তাঁকে। এক বার রীতিমতো ফেল করেন ‘বিগ বি’।

এলাহাবাদের সম্ভ্রান্ত পরিবারে জন্ম অমিতাভ বচ্চনের। বাবা ছিলেন বিশিষ্ট কবি হরিবংশ রাই বচ্চন। সাহিত্য, কবিতার মাঝেই বেড়ে ওঠা ‘বিগ বি’র। নৈনিতালের ‘শেরউড কলেজ’ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন অভিনেতা। দশম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন এলাহাবাদ বয়েজ স্কুলে। তার পর চলে আসেন দিল্লিতে। সেখানকার কিরোরি মাল কলেজে ভর্তি হন বিজ্ঞান বিষয়ে। তাতেই প্রায় নাজেহাল হয়ে ওঠেন তারকা। স্নাতক স্তরে উঠে ফেল করেন পদার্থবিদ্যায়। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে নিজের জীবনের যন্ত্রণাদায়ক তিন বছরের কথা জানালেন শাহেনশাহ। তবে যাই হোক, ১৯৬২ সালে কোনও মতে স্নাতক পাশ করেন। চাকরিতে যোগ দেন। সেই সময় কলকাতায় একটি ভারী শিল্পের সংস্থায় কাজ করতেন তিনি। ১৯৬৮ সালে কলকাতার তাঁর চাকরি জীবনে দাঁড়ি টেনেছিলেন। তার পর ১৯৬৯ সালে ‘ভুবন সোম’ ছবির মাধ্যমে ফিল্মি জীবনের শুরু। তারও কয়েক বছর পর ১৯৭১ সালে ‘আনন্দ’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ ঘটে আজকের এই মহাতারকার।

Gossip Amitabh Bachchan Bollywood Actor Veteran Actor Educational qualification

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}