Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Anurag Kashyap-Amit Trivedi

‘১৬ বছরের পুরনো প্রেম’, সমাজমাধ্যমে স্মৃতিচারণা অমিত ত্রিবেদীর

‘দেব ডি’-তে প্রথম জুটি বেঁধে কাজ। তার পর কেটে গিয়েছে এক যুগেরও বেশি সময়। ফের জুটি বাঁধছেন পরবর্তী ছবির জন্য। সমাজমাধ্যমে স্মৃতি ফিরে দেখলেন সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদী।

Photograph of Anurag Kashyap and Amit Trivedi.

অনুরাগ কাশ্যপের সঙ্গে ১৬ বছরের বন্ধুত্ব ফিরে দেখলেন অমিত ত্রিবেদী। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:৫০
Share: Save:

১৬ বছরের পুরনো বন্ধুত্ব। মাঝে একাধিক ছবিতে পরিচালক ও সঙ্গীত পরিচালক হিসাবে জুটি বেঁধে কাজ। বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁর তো ‘মহব্বত’-এর সম্পর্ক! অনুরাগ পরিচালিত ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত’ ছবি মুক্তির আগে স্মৃতিচারণায় জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদী।

প্রায় ১৬ বছর আগের কথা। তখন সবে ‘দেব ডি’ ছবির কাজ শুরু হয়েছে। কম বাজেটের ছবি। ছবিতে তারকা মুখ তেমন নেই বললেই চলে। সমসাময়িক নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে ছবির কাজ শুরু করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সঙ্গীত পরিচালনার দায়িত্ব বর্তেছে অমিত ত্রিবেদীর কাঁধে। আনকোরা সঙ্গীত পরিচালক। অভিজ্ঞতা বলতে শুধু মাত্র এক রিয়্যালিটি শোয়ে কিছু সঙ্গীত পরিচালনার কাজ। অনুরাগ কাশ্যপের হাত ধরেই বলিউডে পা রাখেন অমিত ত্রিবেদী। যদিও ‘দেব ডি’ মুক্তি পাওয়ার আগে মুক্তি পায় রাজকুমার গুপ্ত পরিচালিত ছবি ‘আমির’। অনুরাগের পরামর্শেই সেই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন অমিত। ২০০৯ সালে মুক্তি পায় ‘দেব ডি’। সেই ছবির জন্য সঙ্গীত পরিচালক হিসাবে জাতীয় পুরস্কারে সম্মানিত হন অমিত। তার পরে কেটে গিয়েছে প্রায় ১৪ বছর। এর মধ্যে একাধিক বার একে অপরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা। অনুরাগের আসন্ন ছবি ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত’ ছবিতে আরও এক বার দেখা যাবে অনুরাগ-অমিত জুটিকে। ছবি মুক্তির আগে স্মৃতি ফিরে দেখলেন ‘কলা’ খ্যাত সঙ্গীত পরিচালক। সমাজমাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিলেন ১৬ বছর আগেকার ছবি।

অনুরাগের সঙ্গে ‘বম্বে ভেলভেট’, ‘মনমর্জ়িয়াঁ’র মতো ছবিতে কাজ করেছেন অমিত। গতে বাঁধা বলিউড গানের থেকে বেরিয়ে এসে কিছুটা অন্য ঘরানার কাজ করতে ভালবাসেন ‘ডিয়ার জ়িন্দেগি’ খ্যাত সঙ্গীত পরিচালক। শ্রোতাদের মধ্যে নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত’ ছবির গান দিয়েও কি মন জয় করতে পারবেন সমকালীন শ্রোতাদের? উত্তর মিলবে ফেব্রুয়ারি মাসে।

অন্য বিষয়গুলি:

Anurag Kashyap Amit Trivedi Dev D Almost Pyaar With DJ Mohabbat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy