Advertisement
০৬ জানুয়ারি ২০২৫
Abhishek Bachchan-Aishwarya Rai Bachchan

নতুন বছরে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্যা, সম্পর্কের সমীকরণ কি বদলাচ্ছে? কৌতূহল অনুরাগীদের

২০০৭ সালে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যার বিয়ে হয়। চার বছর পর ঐশ্বর্যার কোলে আসে আরাধ্যা। গত বছর থেকে দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জনে বলিউড সরগরম।

Amid separation rumours Aishwarya Rai and Abhishek Bachchan return to Mumbai after New Year vacation

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁদের কন্যা আরাধ্যা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৩:৫৯
Share: Save:

ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিউড। এ দিকে বর্ষবরণের জন্য দম্পতি সপরিবার বিদেশে ছিলেন। সম্প্রতি তাঁরা মুম্বই বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন।

গত কয়েক মাস অভিষেক-ঐশ্বর্যাকে তেমন একটা একসঙ্গে দেখা যায়নি। গত বছর অম্বানীদের বিয়ের অনুষ্ঠানেও বচ্চন পরিবারের সঙ্গে ছিলেন না ঐশ্বর্যা। তিনি মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা ভাবে অনুষ্ঠানে উপস্থিত হন। তার পর থেকেই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। গত বছর সমাজমাধ্যমে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্টে লাইক করেন অভিষেক। তার পরে আবার নেটাগরিকদের একাংশ ঐশ্বর্যার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করেন।

তবে শনিবার নেটদুনিয়ায় যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে, মেয়ে আরাধ্যাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন ঐশ্বর্যা। তাঁদের পিছনে রয়েছেন অভিষেক। বেরিয়ে আসার পর অভিষেককে ঐশ্বর্যার জন্য গাড়ির দরজা খুলতেও দেখা যায়। তার পর গাড়ির সামনের আসনে গিয়ে বসে অভিষেক।

অভিষেক এবং ঐশ্বর্যার এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই হাঁপ ছেড়েছেন দম্পতির অনুরাগীরা। তাঁদের একাংশের মতে, একসঙ্গে ঘুরতে যাওয়ার অর্থ, সম্পর্ক জোড়া লাগছে। কোনও সমস্যা থাকলে নিশ্চয়ই তাঁরা একসঙ্গে নববর্ষ উদ্‌যাপন করতেন না। এক অনুরাগী লেখেন, ‘‘অনেক দিন পর আপনাদের একসঙ্গে দেখে ভাল লাগছে।’’ অন্য একজনের প্রশ্ন, ‘‘যাঁরা এঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিলেন, তাঁরা কোথায়!’’

২০০৭ সালে অভিষেকের সঙ্গে এশ্বর্যার বিয়ে হয়। চার বছর পর ঐশ্বর্যার কোলে আসে আরাধ্যা। বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে এখনও দম্পতি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে আপাতত তাঁদের একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

অন্য বিষয়গুলি:

Abhishek Bachchan Aishwarya Rai Bachchan Bollywood Actors Celebrity Divorce Rumours Bollywood News Aradhya Bachchan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy