Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
Kanye West

স্ত্রীর নগ্ন ভিডিয়ো প্রকাশ্যে আনলেন কানইয়ে ওয়েস্ট! অনুমান, স্ত্রী মাদকাসক্ত সেই সময়

স্বল্পদৈর্ঘ্যের সাদা-কালো সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়াঙ্কা বাথটাবের মধ্যে নগ্ন হয়ে বসে রয়েছেন। ভাব-ভঙ্গিমা দেখে অনেকের অনুমান, মাদকাসক্ত অবস্থায় রয়েছেন বিয়াঙ্কা।

Image of Kanye West and Bianca Censori

স্ত্রী বিয়াঙ্কার সাদা-কালো নগ্ন ভিডিয়ো প্রকাশ্যে আনলেন কানইয়ে ওয়েস্ট। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:২১
Share: Save:

ফের বিতর্কে মার্কিন র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট। স্ত্রীর স্নানের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করলেন। উপলক্ষ্য, স্ত্রী বিয়াঙ্কা সেনসরির জন্মদিন! সঙ্গে ক্যাপশন, ‘জন্মদিনের শুভেচ্ছা প্রিয়’। কানইয়ের এ হেন কাণ্ড দেখে নিন্দার ঝড় সমাজমাধ্যমে। স্বল্পদৈর্ঘ্যের সাদা-কালো সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়াঙ্কা বাথটাবের মধ্যে নগ্ন হয়ে বসে রয়েছেন। এমন কায়দায় হাঁটু মুড়ে রেখেছেন, যা গোপনাঙ্গ আড়ালে রেখেছে। উন্মুক্ত বক্ষ বিভাজিকা। ভাব-ভঙ্গিমা দেখে নেটাগরিকদের অনুমান, মাদকাসক্ত অবস্থায় রয়েছেন বিয়াঙ্কা।

এই ভিডিয়োয় কানইয়ের প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে বিয়াঙ্কার মিল পেয়েছেন অনেকে। যদিও এই চর্চা বহু দিনের যে, কানইয়ে বিয়াঙ্কাকে দ্বিতীয় কিম কার্দাশিয়ান বানাতে চাইছেন। কেউ মন্তব্য করেছেন, “স্ত্রীর নগ্ন ভিডিয়ো প্রকাশ্যে আনা বন্ধ করুন।” কেউ লিখেছেন, “বিয়াঙ্কা সুন্দরী। কিন্তু তাঁর সৌন্দর্য শুধু আপনার চোখের জন্যই থাকুক।” বর্তমান স্ত্রীকে কানইয়ে এমন পোশাক পরতে বাধ্য করেন যা এতটাই উন্মুক্ত যে আশেপাশের মানুষও নাকি অপ্রস্তুতে পড়ে যান!

কানইয়ে এর আগে একাধিক বার শিরোনামে এসেছেন। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে ছিলেন তিনি। যে কারণে তাঁর তৎকালীন টুইটার অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়। ‘জোকার’ বলে সম্বোধনও করেন ইলনকে। তা ছাড়া, অশ্লীল কাজকর্মের কারণেও চর্চায় উঠে এসেছেন কানইয়ে। নিজের জন্মদিনে অনাবৃত নারী শরীরের উপর খাবার পরিবেশন করেছিলেন অতিথিদের। উল্লেখ্য, প্রাক্তন স্ত্রী কিমের সঙ্গে ২০২২ সালে বিচ্ছেদ হয় ইয়ের (কানইয়ে)। তার পর বিয়াঙ্কার সঙ্গে বিয়ে সারেন তিনি।

অন্য বিষয়গুলি:

Kanye West Rapper Celebrity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy