Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Ambarish Bhattacharya

কেরিয়ারের ৫০তম ছবি, উদ্‌যাপনে শুটিং ফ্লোরেই কাটলেন কেক, কী উপলব্ধি অম্বরীশের?

‘পারিয়া’ অম্বরীশ ভট্টাচার্যের কেরিয়ারের ৫০তম ছবি। সেই মুহূর্তকে উদ্‌যাপন করতে শুটিং ফ্লোরে উৎসবের আমেজ।

Ambarish Bhattacharya’s 50th film is Pariah, actor celebrates on the set

অম্বরীশ ভট্টাচার্য তাঁর কেরিয়ারের ৫০তম ছবির শুটিং করছেন। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৪:২২
Share: Save:

ইনিংস কিছুটা দেরি করে শুরু করলেও দ্রুত হাফ সেঞ্চুরি করে ফেললেন অম্বরীশ ভট্টাচার্য। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ অভিনেতার ৫০তম ছবি। সেই মুহূর্তকে উদ্‌যাপন করতেই শুটিং ফ্লোরে কেক কাটলেন অম্বরীশ।

অভিনেতার প্রথম ছবি ছিল ‘রাজা গজা নো প্রবলেম’। তার পর সময়ের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করে অম্বরীশ নিজের বিশেষ এক অনুরাগী বৃত্ত তৈরি করতে সক্ষম হয়েছেন। ৫০তম ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁর উপলব্ধি কী রকম, অম্বরীশের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আনন্দবাজার অনলাইনের তরফে। অভিনেতা বললেন, ‘‘ভালই লাগছে। সিরিয়াল সামলে আমি তো খুব দেরিতে ছবিতে অভিনয় করা শুরু করেছিলাম। তার পরেও এত দ্রুত ৫০টি ছবিতে অভিনয় করতে পেরেছি ভেবেই অত্যন্ত আনন্দ হচ্ছে।’’

‘পারিয়া’ ছবির সেটে কেক কাটছেন অঙ্গনা এবং অম্বরীশ।

‘পারিয়া’ ছবির সেটে কেক কাটছেন অঙ্গনা এবং অম্বরীশ। ছবি: ফেসবুক।

‘পারিয়া’ ছবিতে নিজের চরিত্র নিয়ে এখনই খুব একটা খোলসা করতে চাইছেন না অম্বরীশ। তবে এই প্রসঙ্গেই নিজেকে ভাগ্যবান বলে উল্লেখ করতে চাইলেন অম্বরীশ। কারণ তাঁর বিশ্বাস, ‘‘ছোট পর্দার প্রযোজক এবং পরিচালকদের সাহায্য না পেলে তো ছবিতে সময় দিতে পারতাম না। পাশাপাশি এত কম সময়ে বাংলার প্রথম সারির পরিচালকরা ছবিতে আমাকে সুযোগ দিয়েছেন বলেও আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।’’

রবিবার ‘পারিয়া’র শুটিং ফ্লোরে অম্বরীশের কেক কাটার ছবি ফেসবুকে ভাগ করে নিয়েছেন তথাগত। ঘটনাচক্রে ৯ এপ্রিল ছিল ছবির অন্যতম অভিনেত্রী অঙ্গনা রায়ের জন্মদিন। অম্বরীশের সঙ্গেই কেক কেটে অঙ্গনার জন্মদিন পালন করেছে ইউনিট। রবিবার বানতলায় ছিল শুটিং। আনন্দবাজার অনলাইনকে অঙ্গনা বললেন, ‘‘দেরিতে হলেও আমিও কেক কাটলাম। তা ছাড়া অম্বরীশদারও ৫০তম ছবি। শুটিংয়ের ফাঁকে ঝড় উঠেছিল। সব মিলিয়ে খুব মজা করেছি।’’

অন্য বিষয়গুলি:

Ambarish Bhattacharya Tollywood Actor Pariah Angana Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy