অলকা যাজ্ঞিক। —নিজস্ব চিত্র।
বড় সমস্যার মুখোমুখি অলকা যাজ্ঞিক। আচমকাই আংশিক শ্রবণশক্তি হারিয়ে ফেলেছিলেন তিনি। যে কারণে সমাজমাধ্যম থেকে লম্বা বিরতি নিয়েছিলেন। সোমবার রাতে সেই খবর তিনি অনুরাগীর সঙ্গে ভাগ করে নেন। সকলকে এও সতর্ক করে জানিয়েছেন, শ্রবণশক্তি আচমকা হারিয়ে ফেললে জীবন কতটা দুর্বিষহ হতে পারে, সেটা তিনি উপলব্ধি করলেন। সেই জায়গা থেকেই তাঁর অনুরোধ, সারাক্ষণ কানে হেডফোন দিয়ে চড়া স্বরে গান না শোনাই ভাল। এতেও শ্রবণক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।
হঠাৎ কী করে অসুস্থ হয়ে পড়লেন অলকা? কয়েক সপ্তাহ আগে আচমকা এক দিন বিমান থেকে নেমে দেখেন, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না! গায়িকা এতে ভয়ই পেয়ে যান। ব্যাপারটি বুঝতে না পেরে তিনি যোগাযোগ করেন চিকিৎসকের সঙ্গে। চিকিৎসক তাঁকে জানিয়েছেন, অলকা বিরল স্নায়ুজনিত রোগে আক্রান্ত। অনেক সময় অচেনা জীবাণুর আক্রমণ প্রতিহত করতে শরীর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। যার সাময়িক প্রভাব অন্য প্রত্যঙ্গে পড়তে পারে। গায়িকার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সমস্যার আকস্মিকতায় এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে সাময়িক ভাবে সকলের থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। কারণ, কণ্ঠস্বরের পাশাপাশি একজন কণ্ঠশিল্পীর কাছে শ্রবণশক্তির গুরুত্ব সমান। কানে ঠিকমতো না শুনতে পেলে কী করে তিনি গাইবেন? আর গানের বাইরে অলকা কিছু ভাবতেই পারেন না! এই জন্য সমাজমাধ্যমেও অনুরাগীরা তাঁকে পাচ্ছিলেন না। নিজের সমস্যার কথা জানিয়ে গায়িকা লিখেছেন, ‘‘চিকিৎসার পাশাপাশি মনের জোর ফেরাতেও কিছুটা সময় লেগেছে। অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে আবার আপনাদের মুখোমুখি’’।
শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে শ্রবণশক্তির বিশেষ যত্ন নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন গায়িকা। বিশেষ করে এই প্রজন্মের উদ্দেশে তাঁর অনুরোধ, যেখানে জোরে আওয়াজ সেখান থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। একই ভাবে দিনরাত কানে হেডফোন গুঁজে কাজ না করাই শ্রেয়। এতে শ্রবণশক্তি ভাল থাকবে। সমাজমাধ্যমে অলকা খবর জানার পরেই উদ্বেগ প্রকাশ করেছেন ইলা অরুণ, সোনু নিগম, পুনম ধিলোঁর মতো বিশিষ্টরা। সোনু মন্তব্য বাক্সে লিখেছেন, ‘‘দীর্ঘ নীরবতা দেখে মনেই হচ্ছিল কিছু একটা হয়েছে। ফিরেই আপনার সঙ্গে দেখা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন অলকাজি’’। ইলা লিখেছেন, ‘‘তোমার ছবি দেখে আর তোমার কথা জেনে বড্ড মনখারাপ হয়ে গেল। ঈশ্বরে ভরসা আছে। এখন চিকিৎসা ব্যবস্থাও উন্নত। আশা, সঠিক চিকিৎসায় তুমি দ্রুত সেরে উঠবে। আমরা আবার আগের অলকাকে ফিরে পাব’’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy