১৯৯০-এর দশকের ‘সেনসেশন’ ২১ শতকেও সমান জনপ্রিয়! পাকিস্তানও বুঁদ অলকা যাজ্ঞিকের গানে। খবর, পড়শি দেশের অভিনেতা ইমরান আব্বাস নাকি দিন দুয়েক আগেই গলা মিলিয়েছেন অলকার সঙ্গে। তাও আবার গাড়ি চালাতে চালাতে। সেই গান শুনে অভিনেতার তারিফ করেছেন খোদ গায়িকা। জানিয়েছেন, তিনি মুগ্ধ ইমরানের গায়কিতে।
নেটমাধ্যম বলছে, ২০০৩-এর সুপারহিট ছবি ‘চোরি চোরি’-তে অলকা এবং উদিত নারায়ণ কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় ‘তু মেরে সামনে’ গানে। সেই গানেই উন্নত প্রযুক্তির সহায়তায় উদিত নারায়ণের জায়গায় নিজের গলা বসিয়ে নিয়েছেন ইমরান। গানের ভিডিয়ো দৃশ্যে গাড়ি চালিয়েছেন তিনি। অনেকটা ‘পরদেশ’ ছবির গানের দৃশ্যের মতো। ফলে, পর্দা জুড়ে অতীতবিলাস।
সুপারহিট ইমরানের নতুন ভিডিয়ো। নায়কের গলায় গান শুনে খুশি অনুরাগীরা। ’৯০-এর স্মৃতিকাতরতায় বুঁদ হয়েছেন ৩ লক্ষ নেটাগরিক! পুরনো গান নতুন আঙ্গিকে ফের সামনে এনে খুশি নায়ক-গায়কও। মন্তব্যে জানিয়েছেন, ‘অলকা-উদিতজির গলা ও ’৯০-এর গান আমায় পাগল করে দেয়। তারই ঝলক আপনাদের সামনে’।

অলকা ও ইমরানের কথোপকথন
ইমরানের এই অভিনব শ্রদ্ধা জানানোয় আপ্লুত গায়িকা স্বয়ং। ভিডিয়ো দেখে নীরব থাকতে পারেননি অলকাও। নেটমাধ্যমে অভিনেতাকে ভালবাসা জানিয়ে বলেছেন, ‘আপনার গানের গলা ভীষণ ভাল। খুব সুন্দর গেয়েছেন। আর কী সুন্দর গাড়ি চালান আপনি! রাস্তার দু’পাশের দৃশ্যে এমনিতেই মন ভাল হয়ে যায়!’