Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
War 2

হলিউডে অভিষেকের পর রাস্তা বদল! এ বার কি খলচরিত্রের দিকে ঝুঁকছেন আলিয়া ভট্ট?

হলিউডে পা রেখেছেন ইতিমধ্যেই। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ‘হার্ট অফ স্টোন’। এ বার কি ভিন্ন স্বাদের চরিত্রে কাজ করার জন্য মুখিয়ে মহেশ-কন্যা?

Alia Bhatt to reportedly play NTR Jr’s love interest in War 2.

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৭:২৭
Share: Save:

বলিউডে এক দশক পূর্ণ করেছেন আগেই। এ বার বলিউডের গণ্ডি ছাড়িয়ে নিজেকে আরও মেলে ধরছেন এই প্রজন্মের অন্যতম তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট। হলিউডে পা রেখেছেন ইতিমধ্যেই। ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত তারকা গল গডোটের সঙ্গে অভিনয় করেছেন ‘হার্ট অফ স্টোন’-এ। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে সেই ছবি। শোনা যাচ্ছে, এ বার নাকি খলচরিত্রের দিকে ঝুঁকছেন মহেশ-কন্যা। শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’ ছবিতে দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভট্ট।

Alia Bhatt to reportedly play NTR Jr’s love interest in War 2.

‘ওয়ার ২’ ছবিতে দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই খবর পাওয়া গিয়েছিল, সিদ্ধার্থ আনন্দ নন, ‘ওয়ার ২’ পরিচালনা করতে চলেছেন ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিব’ খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তার পরেই জানা যায়, ‘ওয়ার ২’ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে দক্ষিণী তারকা অভিনেতা এনটিআর জুনিয়রকে। এ বার খবর, ওই ছবিতেই এনটিআর জুনিয়রের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভট্ট। এর আগে ‘আরআরআর’ ছবিতে এনটিআর জুনিয়রের সহ-অভিনেত্রী হিসাবে কাজ করেছেন আলিয়া। যদিও ওই ছবিতে আরেক দক্ষিণী তারকা রাম চরণের বিপরীতে দেখা গিয়েছিল আলিয়াকে। ‘আরআরআর’-এর পর কোরাতালা শিবার ‘এনটিআর ৩০’ ছবিতে এনটিআর জুনিয়রের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন আলিয়া। যদিও ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবি নিয়ে ব্যস্ত থাকার কারণে ওই ছবিকে না বলতে বাধ্য হন আলিয়া। পরবর্তী কালে তাঁর জায়গায় আসেন জাহ্নবী কপূর। ‘ওয়ার ২’ ছবিতে এনটিআর জুনিয়রের সঙ্গে কাজ করার সুযোগ নাকি খোয়াতে চান না আলিয়া। ‘ওয়ার ২’-এর পরিচালক অয়ন নিজেই নাকি প্রস্তাব দিয়েছেন আলিয়াকে। ছবিতে হৃতিকের বিপরীতে দেখা যেতে চলেছে দীপিকা পাড়ুকোনকে।

শুধু নতুন ধরনের চরিত্র নির্বাচনই নয়, আন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি তৈরির রাস্তায় হাঁটছেন আলিয়া। চলতি বছরের মেট গালাতেও হাঁটতে চলেছেন রণবীর কপূর-ঘরনি। খবর, মে মাসের প্রথম সোমবার বিশ্বখ্যাত অনুষ্ঠানে পোশাকশিল্পী প্রবাল গুরুংয়ের তৈরি পোশাক পরে উপস্থিত হতে চলেছেন বলিউডের এই প্রজন্মের অন্যতম সেরা তারকা।

অন্য বিষয়গুলি:

Alia Bhatt NTR Jr War 2 Ayan Mukerji
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy