প্রেমের ছ’বছর, দাম্পত্যের মাত্র দেড়। এখনই নাকি অশান্তি তুঙ্গে আলিয়া ভট্ট ও রণবীর কপূরের সংসারে। সবে গত বছর এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। বিয়ের সাত মাসের মাথায় তাঁদের পরিবারে এসেছে খুদে অতিথি। মেয়ে রাহাকে নিয়ে এখন সংসার আলিয়া ও রণবীরের। আপাতদৃষ্টিতে ভরা সংসার কপূর পরিবারের বৌমার। তবে কানাঘুষো, ক্যামেরার সামনে যতই একে অপরের হাত ধরে থাকুন আলিয়া ও রণবীর— আদপে নাকি সংসারে চরম অশান্তির সঙ্গে যুঝছেন দম্পতি। ইতিমধ্যেই একাধিক বার প্রকাশ্যে এসেছে বিভিন্ন বিষয়ে আলিয়া ও রণবীরের মতপার্থক্য। জনসমক্ষে একে অপরকে কোনও বিরূপ মন্তব্য না করলেও শোনা যাচ্ছে, ছোটখাটো বিষয় নিয়েই নাকি ঝগড়া করে ফেলছেন তাঁরা।
সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর অষ্টম সিজ়নের একটি পর্বে উপস্থিত হয়েছিলেন আলিয়া। সেখানেই আলিয়া জানান, মেয়ে রাহাকে নিয়ে একে অপরের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বাধে রণবীর ও তাঁর। মেয়ে কত ক্ষণ কার কাছে থাকবে, তা নিয়েই নাকি যত অশান্তি। আলিয়া এ কথা বলতেই করিনা কপূর খান ইঙ্গিতে বলেন, রণবীর ও আলিয়ার উচিত দ্বিতীয় সন্তান নিয়ে পরিকল্পনা করা। দুই অভিনেত্রীর এমন কথোপকথনেই চটেছেন নেটাগরিকদের একটা বড় অংশ। তাঁদের প্রশ্ন, বাচ্চা কি সমস্যা সমাধানের উপায়!
আরও পড়ুন:
লিপস্টিক কাণ্ডের পর থেকে বার বার নেটাগরিকদের সমালোচনার শিকার হয়েছেন রণবীর। আলিয়াকে নাকি তিনি লিপস্টিক পরতে দেন না, এ কথা একটি ভিডিয়োয় জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। শুধু তাই-ই নয়, আলিয়ার গলার আওয়াজ বাড়লেও নাকি বিরক্ত হন তিনি। রণবীরের এমন স্বভাব প্রকাশ্যে আসতেই তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ বলে দাগিয়ে দিয়েছিলেন নেটাগরিকদের একটা বড় অংশ। এ বার স্ত্রীকে ছেড়ে সন্তানের উপরেও কি কর্তৃত্ব ফলাবেন অভিনেতা? প্রশ্ন নেটাগরিকদের।