Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Alia Bhatt

Alia Bhatt- Ranbir Kapoor: ‘আমাদের সন্তান শীঘ্রই আসছে’, হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে লিখলেন আলিয়া

‘সমশেরা’-র প্রচারে এসে সন্তান আগমনের আভাস যেন দিয়েছিলেন রণবীর। ভক্তদের জল্পনাই সত্যি হল!

খুশিতে ভাসছে কপূর পরিবার

খুশিতে ভাসছে কপূর পরিবার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১১:১৯
Share: Save:

বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা আলিয়া! সপ্তাহের শুরুতে খুশির জোয়ার কপূর পরিবারে। মা হতে চলেছেন রণবীর-ঘরনি! নিজেই ঘোষণা করেছেন সন্তানের আগমন বার্তা। সঙ্গে ডাক্তারখানায় পরীক্ষা-নিরীক্ষা চলার ছবি।

ইনস্টাগ্রামে আলিয়ার ওই পোস্টে দেখা গিয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসি মুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের শয্যায় শুয়ে ‘গঙ্গুবাঈ’। ফ্রেমে রয়েছেন রণবীরও। তাঁর উৎসুক চোখও নিবদ্ধ মনিটরে। যেন একসঙ্গে স্বপ্ন বুনছেন যুগলে। ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে আলিয়া লিখেছেন, ‘‘আমাদের সন্তান... শীঘ্রই সে আসছে।’’

ডাক্তারখানা থেকে সরাসরি ছবি দিলেন দম্পতি

ডাক্তারখানা থেকে সরাসরি ছবি দিলেন দম্পতি

গত শুক্রবারই ‘সমশেরা’-র ঝলক মুক্তির অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর। সেখানে এক সাক্ষাৎকারে দাম্পত্য নিয়ে অকপটে ধরা দেন ঋষি-তনয়। জানিয়েছিলেন, জীবনে কোনগুলো একান্ত চাহিদা আর কোনটা বাড়তি, তা এখন ভাল ভাবে বুঝতে শিখেছেন। বিয়ের পর এক ধাক্কায় যেন বাস্তবকে টের পাচ্ছেন ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক।

সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরে দাম্পত্যের গল্প শুনতে চাইলে নিরাশ করেননি রণবীর। হাসতে হাসতেই বলেন, ‘‘আগে সিনেমার সংলাপের সঙ্গে তাল মিলিয়ে বলতাম, জীবনটা কেবল ডাল-ভাতে চলে নাকি? হাক্কা চাউমিন, পাওভাজি, টেংরি কাবাব— সবই তো লাগে। কিন্তু এখন বলব, একটা সময়ের পরে জীবনটা ডাল-ভাতই। ওইটুকুই মুখ্য হয়ে ওঠে। আলিয়া এখন আমার সেই জায়গা নিয়েছে। সে-ই ডাল-ভাত, কখনও তাতে তড়কা, কখনও মশলা, কত কী মিশছে! এ জীবন শান্তির, সুখের। আমার ভাল লাগছে।’’

বলিউড বলছে, ওই প্রচার অনুষ্ঠানেই কথায় কথায় যেন পরিবারে নতুন অতিথির আগমনের আভাস দেন রণবীর। বলেছিলেন, ‘‘পরিবারের কথা ভাবতে হচ্ছে এখন। আমাদের সংসারও বাড়বে।’’ তৎক্ষণাৎ জল্পনা শুরু হয়েছিল ভক্তমহলে। তা হলে কি দ্রুতই সন্তানকে পৃথিবীতে আনতে চলেছেন রণবীর-আলিয়া? তবে সোমবার সকালের ঘটনায় তাজ্জব সকলেই। এত তাড়াতাড়ি খুশির খবর আসবে, কেউ ভাবতে পেরেছিলেন নাকি!

গত ১৪ এপ্রিল, মুম্বইয়ের বান্দ্রায় নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ে সেরেছেন রণবীর আর আলিয়া। খুব ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব এবং দুই পরিবারের ঘেরাটোপে, কড়া পাহারায় বিয়ের অনুষ্ঠান মিটেছে। রিসেপশনের আয়োজনও দেখা যায়নি। চটজলদি বিয়ে সেরেই যে যাঁর কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন ‘রণলিয়া’। মধুচন্দ্রিমাতেও যাননি সদ্যবিবাহিত ‘মিস্টার অ্যান্ড মিসেস কপূর’। তার আড়াই মাসের মাথাতেই জবর খবর দিয়ে ফেললেন রণবীর-ঘরনি!

অন্য বিষয়গুলি:

Alia Bhatt Ranbir Kapoor Pregnancy Announcement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy