পাকিস্তানি সঙ্গীতশিল্পী আলি শেট্টি। ছবি: সংগৃহীত।
গত বছর মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া ২’। ওই ছবিতে প্রথম জুটি বেঁধে কাজ করেছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী। ২০২২ সালের অন্যতম জনপ্রিয় ও সফল ছবি ছিল ‘ভুল ভুলাইয়া ২’। ওই ছবির পরে চলতি বছরে ফের জুটি বেঁধেছেন কার্তিক ও কিয়ারা। ছবির নাম ‘সত্যপ্রেম কি কথা’। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় রয়েছে এই ছবি। মুক্তি পেয়েছে ছবির প্রচার ঝলকও। তবে এ বার অন্য এক কারণে বিতর্কের মুখে এই ছবি। কার্তিক ও কিয়ারা অভিনীত এই ছবিতে থাকতে চলেছে পাকিস্তানি গায়ক আলি শেট্টির জনপ্রিয় গান ‘পসুরি’র একটি ‘রিক্রিয়েশন’। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক। সমাজমাধ্যমের পাতা সমালোচনার ঝড় তুলেছেন প্রতিবেশী দেশের অনুরাগীরা।
ইতিমধ্যেই গানের জন্য চর্চায় রয়েছে ‘সত্যপ্রেম কি কথা’ ছবি। ছবির একটি গানের শুটিং করার জন্য নাকি প্রায় ৭ কোটি টাকা খরচ করেছেন নির্মাতারা। ছবির প্রচার ঝলকে দর্শকের নজরে এসেছে কার্তিক ও কিয়ারার রসায়নও। ছবির গান মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। তার মধ্যেই মিলল আলি শেট্টির ‘পসুরি’ গান নতুন ভাবে পরিবেশন করার এই খবর।
Do these producers are really this dumb that they don’t understand that nobody literally NOBODY is interested in remakes and that too remake of the most popular song of 2022 #pasoori ???? How is remaking #pasoori going to get people to watch #SatyaPremKiKatha ??
— Hunoon Shehzad (@seedhiSaadhi200) June 20, 2023
শোনা যাচ্ছে, গানের জন্য মুম্বইয়ে অতিরিক্ত কয়েক দিন শুটও করবেন কার্তিক ও কিয়ারা। তবে এই খবরে মোটেই খুশি নন পাকিস্তানি অনুরাগীরা। সেই ছাপ সমাজমাধ্যমের পাতাতেও। নির্মাতাদের এই সিদ্ধান্তকে খোঁচা দিয়ে তাঁদের মন্তব্য, ‘‘বলিউড অন্য শিল্পীদের জনপ্রিয় গান রিমেক করা ছাড়া আর কী-ই বা করতে পারে!’’ বলিউডের বর্তমান সঙ্গীতশিল্পীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ‘পসুরি’ নিয়ে কাটাছেঁড়া আদপে তাঁদের ছবির প্রচারের কোনও কাজে লাগবে না, দাবি পাকিস্তানি অনুরাগীদের।
‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে আলি শেট্টির ‘পসুরি’ গানের রিক্রিয়েশন নিয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে। এ নিয়ে এখনও মুখ খোলেননি জনপ্রিয় পাকিস্তানি গায়ক আলি শেট্টি নিজেও। আগামী ২৯ জুন মুক্তি পেতে চলেছে কার্তিক ও কিয়ারা অভিনীত ছবি ‘সত্যপ্রেম কি কথা’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy