মায়ের সঙ্গে অক্ষয়কুমার। ফাইল চিত্র।
প্রয়াত হলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। গত বেশ কয়েক দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। মুম্বইয়ের হীরানন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা চলছিল অরুণার। বুধবার সকালে নেটমাধ্যমে মায়ের মৃত্যু সংবাদ জানিয়েছেন অভিনেতা নিজেই। ফেসবুকে লিখেছেন, ‘‘আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে আমাদের ছেড়ে গিয়েছেন। মা আমার অস্তিত্বের শিকড় ছিলেন। এই বেদনা আমি সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনা আমার পাথেয়।’’
সোমবারই মাকে দেখতে ব্রিটেন থেকে শ্যুটিং ছেড়ে দেশে ফেরেন অক্ষয়। নেট মাধ্যমে অভিনেতা লিখেছিলেন, ‘‘খুবই কঠিণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের প্রার্থনা আমার এবং আমার পরিবারের কাছে গুরুত্বপূর্ণ।’’
ব্রিটেনে তাঁর পরের ছবি ‘মিশন সিন্ডারেলা’র শ্যুটিং করছিলেন অক্ষয়। মায়ের অসুস্থতার খবর পেয়ে আচমকাই শ্যুটিং ছেড়ে ফিরে আসেন। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, মাকে খুব ভালবাসেন অক্ষয়। মা অসুস্থ হয়েছেন জেনে তাঁর পাশে থাকতে চেয়েছিলেন। তাই দ্রুত দেশে ফিরে আসেন।
অক্ষয়ের অনুরাগীরা তাঁর মায়ের সুস্থতা কামনা করে নেটমাধ্যমে অভিনেতাকে বার্তা দিয়েছিলেন। অক্ষয় দেশে ফিরে তার জবাবে লেখেন, ‘আমার মায়ের জন্য আপনাদের উদ্বেগ আর শুভকামনা পেয়ে আমি ধন্য। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের প্রার্থনা আমার কাছে জরুরি।’
Touched beyond words at your concern for my mom’s health. This is a very tough hour for me and my family. Every single prayer of yours would greatly help. 🙏🏻
— Akshay Kumar (@akshaykumar) September 7, 2021
দিন কয়েক আগেই ‘মাদারস ডে’ উপলক্ষ্যে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। মাকে জড়িয়ে ধরে তোলা ওই নিজস্বীর বিবরণে অভিনেতা লিখেছিলেন, ‘মায়ের মতো আর কেউ নেই।’
লন্ডনে শ্যুটিং করছিলেন অভিনেতা। তবে শ্যুটিং ছেড়ে ফিরলেও ছবির শ্যুটিং যাতে বন্ধ না হয় সে ব্যাপারে কথা বলে এসেছেন প্রযোজকের সঙ্গে। সূত্রের খবর, অক্ষয় প্রযোজককে বলে এসেছিলেন, তাঁকে বাদ দিয়ে ছবির যে দৃশ্যগুলি রয়েছে, সেগুলির যেন শ্যুটিং করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy