অক্ষয় কুমার।
নতুন বছরে দ্বিতীয় দিনেই সক্কাল সক্কাল নতুন অতিথি এলেন অক্ষয় কুমারের বাড়িতে। এসে সোজা জায়গা করে নিলেন ইলেকট্রিক সকেটে। ভাবছেন কে এই অতিথি?
ইনি হচ্ছেন ব্যাঙ! আজ্ঞে হ্যাঁ। একটি ব্যাঙ ঢুকে বসে আছে অভিনেতার বাড়ির ইলেকট্রিক সকেটে। তার জন্যই ফোনে চার্জ দিতে পারলেন অক্ষয়। বাড়ির এই অতিথির ছবি টুইটারে শেয়ার লিখলেন, ‘ফোন চার্জ দেওয়ার জায়গা খুঁজছিলাম কিন্তু মনে হচ্ছে এ বার অন্য জায়গা খুঁজতে হবে। এই জায়গাটা তো দখল হয়ে গিয়েছে।’
অক্ষয়ের এই পোস্ট দেখে মজা পেয়েছেন অনুরাগীরাও। তাঁরাও নিজেদের মতো করে মস্করা করলেন অভিনেতার সঙ্গে।
Was just looking to charge my phone but seems like I’ll have to look elsewhere 😜 This one is clearly occupied 😬😂 pic.twitter.com/6BcOHRuMry
— Akshay Kumar (@akshaykumar) January 2, 2021
১ লা জানুয়ারি অনুরাগীদের বছরের প্রথম সূর্যাস্ত উপহার দিয়েছিলেন অক্ষয়। সকলের সাফল্য এবং খুশির জন্য গায়ত্রী মন্ত্রও জপ করেছেন অভিনেতা। সারা আলি খান এবং ধনুশের সঙ্গে ‘আতরাঙ্গি রে’-র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। কিন্তু দিন দুয়েক আগে ছবির পরিচালক আনন্দ এল রাইয়ের কোভিডে আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত ছবির শ্যুটিং।
আরও পড়ুন: মশা মারতে মারতে নতুন বছরের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান
আরও পড়ুন: মরতে চাননি অনুরাগ, গোটা ছবিটি পরিচালনা করেছিলেন হাসপাতাল থেকে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy