আলোর রোশনাই, আতসবাজির চোখ ঝলসানো রূপ সব কিছুকে ছাপিয়ে পরের বছর দীপাবলিতে সামনে আসছে অক্ষয় কুমার এবং কঙ্গনা রানাউতের বক্স-অফিস দ্বন্দ্ব। কী ভাবছেন? আবার কোনও নয়া বিতর্কে জড়ালেন কঙ্গনা? ব্যাপারটা মোটেই সে রকম নয়।
সোমবার নিজের জন্মদিনে খিলাড়ি কুমার সোশ্যাল মিডিয়াতে তাঁর পরবর্তী ছবির কথা ঘোষণা করেন। যশ রাজ ফিল্মসের ব্যানারেযোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘পৃথ্বীরাজ ’। পরের বছর দীপাবলিতে মুক্তি পাবে সেই ছবি।
আরও পড়ুন- মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই ইন্টারনেটে ফাঁস রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’!
আরও পড়ুন- আট বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথেই কি ইমরান-অবন্তিকা?
এদিকে আগামী বছর ওই সময়েই বক্স অফিস কাঁপাতে আসবে কঙ্গনা রানাউত অভিনীত আক্যশন মুভি ‘ধকড়’। এমনিতে নিজের ছবি মুক্তির দিনে অন্য কোনও ‘বিগ বাজেট’ ছবি এলে বেজায় রুষ্ট হন ‘ঝাঁসি কি রানি’। অতীতেও এর প্রমাণ মিলেছে বহুবার। এর আগেও বিতর্ক এড়াতে কঙ্গনার ছবির জন্য নিজের ছবি মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছিলেন হৃতিক রোশন। আপস করতে একেবারেই রাজি নন বলিউডের ‘কুইন’। তবে কি অক্ষয় পিছোবেন তাঁর ছবি মুক্তির তারিখ? নাকি আগামী বছর দীপাবলিতেই দর্শকেরা দেখতে পাবেন বি-টাউনের দুই দুঁদে তারকার ‘লড়াই’, প্রশ্ন জাগছে নেটিজেনদের মনে।
তবে আপাতত অক্ষয় ব্যস্ত ছবির শুটিং-এ। পরের বছর তিন-তিনটি ছবি মুক্তি পাবে তাঁর। পৃথ্বীরাজ চৌহান ছাড়াও আসতে চলেছে ‘লক্ষ্মী বম্ব’এবং ‘বচ্চন পাণ্ডে’।
Fierce, Daring and all guns blazing!#DhaakadTeaser ft. #KanganaRanaut is set to bring the house down with this mega -action bonanza on Diwali 2020! https://t.co/SsNSf1I7uA@KanganaTeam @RazyGhai @AsylumFilms @sohelmaklai @sohailmaklai @myqyuki @writish #ChintanGandhi pic.twitter.com/jKDk37k4cZ
— Dhaakad Movie (@DhaakadTheMovie) August 9, 2019