Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Akshay Kumar

ব্যর্থ ছবি, বাতিল অনুষ্ঠান! দর্শক টানতে এ বার লেহঙ্গা পরলেন অক্ষয়

বক্স অফিসে ব্যর্থ ‘সেলফি’। নিউ জার্সিতে বাতিল ‘দ্য এন্টারটেনার্স’-এর কনসার্ট। দর্শকের মন জয় করতে এ বার কী পদক্ষেপ বলিউডের ‘খিলাড়ি’র?

Akshay Kumar dons a Lehenga, dances alongside Nora Fatehi in The Entertainers’ tour

অ্যাটলান্টায় লাল লেহঙ্গা পরে জনপ্রিয় ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে মঞ্চে নোরা ফতেহির সঙ্গে নাচ করলেন অক্ষয়। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
অ্যাটলান্টা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ২০:০৮
Share: Save:

দর্শকই তাঁর ভগবান। তাই একের পর এক ব্যর্থতার হতাশা ঝেড়ে তাঁদের মন জয় করতে মরিয়া অক্ষয় কুমার। আমেরিকায় ‘দ্য এন্টারটেনার্স’ সফরে অবাক কাণ্ড করলেন বলিউড তারকা। অ্যাটলান্টায় লাল লেহঙ্গা পরে জনপ্রিয় ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে মঞ্চে নোরা ফতেহির সঙ্গে নাচ করলেন অক্ষয়। সমাজমাধ্যমে ভাইরাল হল সেই ভিডিয়ো।গায়ে কালো ব্লেজ়ার, নীচে লাল লেহঙ্গা। মঞ্চে এক ঝাঁক নৃত্যশিল্পীদের মাঝে দাঁড়িয়ে অক্ষয়।

গান শুরু হতেই মঞ্চে এসে যোগ দিলেন নোরা ফতেহি। তাঁর পরনে লাল ব্লাউজ় ও শর্টস। নোরা মঞ্চে আসা মাত্র লেহঙ্গা খুলে নাচ শুরু অক্ষয়ের। লেহঙ্গার নীচে অবশ্য কালো প্যান্টও পরেছিলেন বলিউড তারকা। অক্ষয়ের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। এই ছবির সাফল্য ও ছবিতে অক্ষয়ের অভিনয়ই ‘খিলাড়ি’ তকমা এনে দিয়েছিল তাঁকে। সেই ছবির গান ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের ছবি ‘সেলফি’। সেই ছবিতেও রয়েছে এই গানের রিমিক্স ভার্সন। ওই গানেই মঞ্চ মাতালেন অক্ষয় ও নোরা। নাচ শেষে একে অপরকে জড়িয়েও ধরলেন দুই অভিনেতা।

মার্চ মাসে উত্তর আমেরিকায় একাধিক জায়গায় লাইভ অনুষ্ঠান করতে চলেছে ‘দ্য এন্টারটেনার্স’। অক্ষয় কুমারের পাশাপাশি ‘দ্য এন্টারটেনার্স’ নামক এই দলে রয়েছেন দিশা পটানি, নোরা ফতেহি, মৌনী রায়, অপারশক্তি খুরানা, সোনম বাজওয়া, জ়ারা খানের মতো অভিনেতা-অভিনেত্রীরা। সঙ্গে রয়েছেন জসলীন রয়্যাল, স্টেবিন বেন এর মতো গায়ক-গায়িকারা। অ্যাটলান্টার পরে এ বার ডালাস, অরল্যান্ডো, ওকল্যান্ডের মতো বিভিন্ন জায়গায় পারফর্ম করার কথা ‘দ্য এন্টারটেনার্স’ দলের। নিউ জার্সিতেও পারফর্ম করার কথা ছিল ওঁদের। টিকিটের চাহিদা কম থাকায় শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল‌ করার কথা সমাজমাধ্যমে ঘোষণা করেন কর্তৃপক্ষ।

অন্য বিষয়গুলি:

Akshay Kumar Nora Fatehi Bollywood Actors Concert
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy