Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪

লম্বা কেরিয়ারে কোনওদিন যা করেননি, আজ করলেন অক্ষয়!

দীর্ঘ ফিল্মি কেরিয়ারে এর আগে কোনওদিনই এমনটা করেননি তিনি। অথচ এই প্রথম বার তাই করলেন অভিনেতা অক্ষয় কুমার। শুধু যে করলেন তাই নয়, নিজেই টুইট করে ভক্তদের জানালেন সে কথা। কী করলেন অক্ষয়?

অক্ষয়।

অক্ষয়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২০ ১৯:০৮
Share: Save:

দীর্ঘ ফিল্মি কেরিয়ারে এর আগে কোনওদিনই এমনটা করেননি তিনি। অথচ এই প্রথম বার তাই করলেন অভিনেতা অক্ষয় কুমার। শুধু যে করলেন তাই নয়, নিজেই টুইট করে ভক্তদের জানালেন সে কথা। কী করলেন অক্ষয়?

রাখীবন্ধনের দিন যখন সারা দেশ বাড়িতেই উৎসব পালনে মেতেছেন ঠিক তখনই আজ সকালে নিজের টুইটারে অক্ষয়ের একটি পোস্ট।তাতেলেখা, “আসছে ‘রক্ষাবন্ধন’’। তাঁর আগামী ছবির নাম ‘রক্ষাবন্ধন’। ভাবছেন তো, ছবি সই করা থেকে ফার্স্ট লুক শেয়ার…এর মধ্যে প্রত্যেকটি কাজই তো আগে বহুবার করেছেন অক্ষয়, এতে নতুন কী?

আসলে, অক্ষয় খুব খুঁতখুঁতে। স্ক্রিপ্ট পছন্দ হতে বেশ সময় নেন তিনি। পরিচালকদের কালঘাম ছুটে যায়। হাজার হোক, ১০০ কোটির হিরো তিনি! কিন্তু এই ছবিটির গল্প শোনা মাত্রই এই প্রথম বার এক মুহূর্ত দেরি না করে হ্যাঁ বলে দেন তিনি। অক্ষয়ের কথায়: “আমার কেরিয়ার সব চেয়ে তাড়াতাড়ি সাইন করা ছবি এটি।” কেনএমনটা করলেন অক্ষয়? তাঁর সাফ জবাব, বোন অলকার জন্য। ভাইবোনের সম্পর্ক নিয়ে এই ইমোশনাল রাইড তিনি কোনওমতেই মিস করতে চাননি।

অলকা আর অক্ষয়ের সম্পর্ক যে বেশ ভাল তা ইন্ডাস্ট্রির সকলেরই জানা। অলকা একবার বলেছিলেন, অক্ষয়ের জন্যই নাকি ছোটবেলায় অনেক পার্টি মিস করতে হয়েছে তাঁকে। বাড়িতে বাবা-মা বলতেন, “কোথাও গেলে অক্ষয়কে নিয়ে যেও।” অক্ষয় যেতে চাইতেন না। বলতেন, “নিজের সুরক্ষার বন্দোবস্ত নিজেকেই করতে হবে।” অনেক পার্টি মিস হয়েছে ঠিকই, কিন্তু তাঁর আদরের রাজু (অক্ষয়ের ডাক নাম) যে অনেকটাই স্বাবলম্বী করে দিয়েছিল তাঁকে ওই ছোট্ট বয়সেই সে কথা বলেছিলেন অলকা।

আরও পড়ুন: বাড়ি বদলালেন দ্বারকানাথ, সেট বদলালো ‘কাদম্বিনী’​

আরও পড়ুন: সেই চা-কাকুকে রাখির কী উপহার পাঠালেন মিমি?

শোনা যাচ্ছে, আজই নাকি ‘বেল বটম’শুটের জন্য সপরিবার স্কটল্যান্ড পাড়ি দিয়েছেন অভিনেতা। তাই যদি সত্যি হয় তবে আনলক ডাউন পর্বে তিনিই প্রথম অভিনেতা যিনি দেশের বাইরে শুটে গেলেন।

অন্য বিষয়গুলি:

akshay kumar bollywood new movie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy