দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন অজয় দেবগণের বাবা বীরু দেবগণ। বলিউড ইন্ডাস্ট্রি দীর্ঘদিন স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন তিনি। শিল্পীর প্রয়াণের পর বলি মহলের বহু সদস্য শ্রদ্ধা জানিয়েছেন। এ বার বীরুকে শ্রদ্ধা জানিয়ে দেবগণ পরিবারকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বীরুর প্রয়াণকে তাঁর চিঠিতে ইন্ডাস্ট্রির বড় ক্ষতি বলে উল্লেখ করেন মোদী। ব্যক্তিগত জীবনে খুব সাহসী ছিলেন বীরু। কেরিয়ারের ক্ষেত্রে বহু ছবিতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সেই স্পিরিটকে স্যালুট জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মোদীর চিঠি পেয়ে আপ্লুত দেবগণ পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রতি তাঁদের শ্রদ্ধার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অজয়। শেয়ার করেছেন সেই চিঠিও।
অমৃতসরে জন্মগ্রহণ করেন বীরু। মুম্বইতে গিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে শুরু করেন। ৮০টিরও বেশি ছবিতে সফল ভাবে কাজ করেছেন তিনি। তাঁর চার সন্তানের মধ্যে অজয় অভিনয় করেন। এ ছাড়া অনিল দেবগণ পরিচালনার সঙ্গে যুক্ত।
আরও পড়ুন, ঐশ্বর্যাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন কাজল, দেখুন ভিডিয়ো
My Mother & entire Devgan family are deeply touched & humbled in silence by this thoughtful gesture from our Honourable Prime Minister @narendramodi.
— Ajay Devgn (@ajaydevgn) June 2, 2019
Thank you Sir. 🙏 pic.twitter.com/sJzFRzvMZb
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)